হোম > সারা দেশ > রাজশাহী

স্কুলছাত্রকে অপহরণের পর হত্যা, ২ জনের যাবজ্জীবন 

সিরাজগঞ্জ প্রতিনিধি

সিরাজগঞ্জ সদর উপজেলার বাঐতারা গ্রামে স্কুলছাত্র আরমান শেখকে (১০) অপহরণ ও হত্যা মামলায় দুজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

আজ সোমবার দুপুরে সিরাজগঞ্জের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১-এর বিচারক শেখ মো. নাসিরুল হক এই রায় দেন।

দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন সিরাজগঞ্জ পৌর এলাকার মালশাপাড়া মহল্লার আলী আকবরে স্ত্রী রাশিদা খাতুন ও ফরিদুল ইসলামের ছেলে ওবায়দুল। দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা পলাতক রয়েছেন।

আদালতের সহকারী সরকারি কৌঁসুলি (এপিপি) আনোয়ার পারভেজ লিমন ও এ তথ্য নিশ্চিত করেছেন।

মামলার অভিযোগপত্র থেকে জানা গেছে, সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার ঝাঐল গ্রামের মোকাদ্দেস সরকারের ছেলে আরমান শেখ সদর উপজেলার বাঐতারা গ্রামে তার মামার বাড়ি থেকে তৃতীয় শ্রেণিতে লেখাপড়া করে। ২০১২ সালের ৩ অক্টোবর সকালে মামার বাড়ি থেকে স্কুলে যায় আরমান শেখ। কিন্তু স্কুল শেষে সে আর বাড়ি ফিরে আসেনি।

পরে সিরাজগঞ্জ পৌর এলাকার মালমাপাড়া মহল্লার রাশিদা খাতুন ও ওবায়দুল স্কুলছাত্রের পরিবারকে জানায় এক লাখ টাকা মুক্তিপণ দিলে তারা আরমানকে বের করে দেবে। প্রথম দফায় পাঁচ হাজার ও দ্বিতীয় দফায় চার হাজার টাকা নেয় তারা। টাকা নিয়েও স্কুলছাত্র আরমানকে বের না করে ঘোরাতে থাকে।

এ ঘটনায় স্কুলছাত্র আরমানের মা আরজিনা বেগম বাদী হয়ে রাশিদা খাতুন, ওবায়দুল ও বেদেনা খাতুনের নাম উল্লেখ করে সিরাজগঞ্জ সদর থানায় মামলা দায়ের করে। এরপর পুলিশ রাশিদা খাতুনকে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ করে। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে বাঐতারা গ্রামের মোশারফ হোসেনের বাড়ির সেফটিক ট্যাংকের মধ্য থেকে ২০১২ সালের ১০ অক্টোবর বিকেলে শিশু আরমানের মাথার খুলি, হাত-পায়ের হাড় উদ্ধার করে পুলিশ।

মামলার তদন্ত শেষে ২০১৩ সালের ২৫ জানুয়ারি রাশিদা খাতুন ও ওবায়দুলকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করে পুলিশ। মামলা চলাকালে ১১ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করেন আদালত। সাক্ষ্য প্রমাণ শেষে আজ রাশিদা খাতুন ও ওবায়দুলকে যাবজ্জীবন কারাদণ্ড দেন আদালত।

রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের তিন কর্মকর্তাকে চাকরিচ্যুত

গণভোটের ব্যালটের টিক চিহ্ন মানেই ঠিক: আলী রীয়াজ

ট্রায়াল দেওয়ার নামে গাড়ি নিয়ে লাপাত্তা যুবদল নেতাকে বহিষ্কার

ব্রেনের চিকিৎসা করতেন এইচএসসি পাস নুরুল, ৬ মাসের জেল

দুই সহযোগীসহ ‘চাঁদাবাজ’ চান সওদাগর আটক, দেশীয় অস্ত্র উদ্ধার

লবণের কার্গো ট্রাকে মিলল ১২৬ কেজি গাঁজা

জামায়াতে ইসলামীতে কেউ স্বাধীনতাবিরোধী নয়: মেজর আখতারুজ্জামান

দেশে ১৭ লাখ ৮০ হাজার শিশু শ্রমে নিযুক্ত: সচিব

রাজশাহীতে হেরোইনসহ দম্পতি গ্রেপ্তার

চাঁপাইনবাবগঞ্জে ২ ভারতীয় নাগরিক আটক, বিএসএফের কাছে হস্তান্তর