নিজস্ব প্রতিবেদক, রাজশাহী
রাজশাহী মহানগরীর শাহমখদুম থানা-পুলিশ দুই বছরের সাজাপ্রাপ্ত পলাতক এক আসামিকে গ্রেপ্তার করেছে। গতকাল বুধবার দিবাগত রাত দেড়টার দিকে তাঁর এক প্রতিবেশীর বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তির নাম আবদুল লতিফ (৩৫)। তিনি নগরীর হরিশার ডাইং এলাকার বাসিন্দা। রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) মুখপাত্র জামিরুল ইসলাম আজ বৃহস্পতিবার এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, প্রতারণার একটি মামলার দুই বছরের সাজাপ্রাপ্ত আসামি লতিফ। তিনি পলাতক ছিলেন। আজ বৃহস্পতিবার আসামিকে রাজশাহী কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে।