হোম > সারা দেশ > সিরাজগঞ্জ

করোনায় শিশুর মৃত্যু, খাবার চেয়েও পেল না বাবা

প্রতিনিধি, কামারখন্দ (সিরাজগঞ্জ)

রেজাউল করিম মান্নানের আড়াই বছরের মেয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন করোনা আক্রান্ত হয়ে। মেয়ের চিকিৎসার খরচের জন্য নিজের বসত ঘরটিও বিক্রি করে দিয়েছেন তিনি। সহায় সম্বলহীন রেজাউল করিমের ঘরে খাবার নেই। প্রচণ্ড ক্ষুধায় প্রতিবেশীদের কাছে খাবার চাইলেও মেলেনি খাবার।

ঘটনাটি ঘটেছে সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার ঝঐল ইউনিয়নের চালা গ্রামে।

রেজাউল করিম মান্নান আজকের পত্রিকাকে বলেন, আড়াই বছরের মেয়ে সাইমুন অসুস্থ থাকায় তাকে সিরাজগঞ্জের সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে করোনা রিপোর্ট পজিটিভ আসায় চিকিৎসক তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দেন। সেখানে নিয়ে গেলে শিশুটিকে দেখে ডাক্তার ভেন্টিলেটর দিতে বলে কিন্তু সেখানে শিশুদের ভেন্টিলেটর বা আইসিইউ না থাকায় গত শুক্রবার (২৩ জুলাই) সকাল সাড়ে দশটার দিকে শিশুটি মারা যায়। পরে ঢাকা থেকে নিজ এলাকায় এনে দাফন করা হয়।

এরপর থেকেই গ্রামের লোকজন আমাদের কাছে থেকে দূরে দূরে থাকে। ঘরে খাবার না থাকায় তাদের কাছে খাবার চাইলেও কেউ খাবার দেয়নি। কোন উপায় না পেয়ে ৯৯৯ নম্বরে ফোন দেওয়া হয়। ৯৯৯ ফোন দিলে তারা কামারখন্দের ইউএনও এবং থানার ডিউটি অফিসারের নম্বর দেন। ইউএনওকে পুরো ঘটনা বলে তাঁর কাছে থেকে খাবার আর নিজের পরিবারের সুচিকিৎসা জন্য তাঁকে অনুরোধ করেছি।

রেজাউল করিম আরও বলেন, রবিবার (২৫ জুলাই) হামিদ ডাক্তারের কাছে পরামর্শ অনুযায়ী কামারখন্দ উপজেলা কমপ্লেক্সে থেকে আমার পরিবারকে করোনা টেস্ট করাতে বলেন। এ জন্য সকাল থেকে একটি পাউরুটি খেয়ে হাসপাতালে বসে আছি।

ঝাঐল ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের ইউপি সদস্য মো. তারা বলেন, শুনেছিলাম মেয়েটি চিকিৎসা অবস্থায় ঢাকায় একটি হাসপাতালে মারা গেছে। ঘরে খাবার নেই এ বিষয় আমাকে সে কিছু বলেনি।

কামারখন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা মেরিনা সুলতানা বলেন, আপনার মাধ্যমেই খাবারের বিষয়টি জানলাম। খুব দ্রুত সময়ের ভেতরে তাঁকে খাবার পৌঁছিয়ে দেওয়া হবে।

শিক্ষক নেটওয়ার্ক বন্ধের আহ্বান জানাচ্ছি: রাকসু জিএস আম্মার

রাজশাহী-৫ আসনে জামায়াতের প্রার্থী পরিবর্তন

রাজশাহী বিশ্ববিদ্যালয়: তহবিলের হিসাব না পেয়ে দৃশ্যত স্থবির রাকসু

রাজশাহীতে র‍্যাবের অভিযানে আগ্নেয়াস্ত্র উদ্ধার

রাজশাহীর চরাঞ্চলে শিয়ালের আতঙ্ক, এক রাতে আক্রান্ত ২০০ গরু

বগুড়ায় বিএনপির মিছিলে হামলার মামলায় শ্রমিক লীগ নেতা গ্রেপ্তার

ওসমান হাদি হত্যার বিচার দাবিতে রাজশাহীতে শিক্ষার্থীদের অবস্থান

সিরাজগঞ্জে লাশবাহী গাড়ির সঙ্গে সিমেন্টবোঝাই ট্রাকের সংঘর্ষ, আহত ২

যুবকের হাত-পা কেটে দেওয়ার অভিযোগ জামায়াত-শিবিরের কর্মীদের বিরুদ্ধে

চিড়িয়াখানা ফাঁকা করে আবার প্রাণ ফেরানোর চেষ্টায় রাসিক