রাজশাহীর কাটাখালী এলাকা থেকে অপহরণের শিকার ১৩ বছরের এক স্কুলছাত্রীকে উদ্ধার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। একই সঙ্গে অপহরণ মামলার প্রধান আসামি মো. বিশালকে (২৪) গ্রেপ্তার করা হয়েছে।
গতকাল মঙ্গলবার সন্ধ্যায় রাজশাহী নগরের কাশিয়াডাঙ্গা থানার কাঁঠালবাড়িয়া এলাকায় এ অভিযান চালানো হয়। গ্রেপ্তার বিশাল কাশিয়াডাঙ্গার কাঁঠালবাড়িয়া এলাকার মৃত আলমের ছেলে।
আজ বুধবার সকালে বিজ্ঞপ্তিতে র্যাব জানিয়েছে, ভুক্তভোগী কিশোরী অষ্টম শ্রেণির ছাত্রী। অভিযুক্ত যুবক ওই কিশোরীকে উত্ত্যক্ত করত। একপর্যায়ে গত ২৪ জুন সকাল ৯টার দিকে স্কুলে যাওয়ার সময় বিশাল ও তার সহযোগীরা ওই ছাত্রীকে অপহরণ করে নিয়ে যায়। এ ঘটনায় ২৬ জুন কাটাখালী থানায় মামলা হয়। গ্রেপ্তার যুবককে সংশ্লিষ্ট থানায় সোপর্দ করা হয়েছে।