হোম > সারা দেশ > সিরাজগঞ্জ

ভোটকেন্দ্রে আনসারের দায়িত্বে অষ্টম শ্রেণির স্কুলছাত্র

সিরাজগঞ্জ প্রতিনিধি

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় দ্বিতীয় দফায় উপজেলা পরিষদের ভোট গ্রহণ চলছে। একটি ভোটকেন্দ্রে অষ্টম শ্রেণির এক স্কুলছাত্রকে আনসারের পোশাক পরে নির্বাচনে ডিউটি করতে দেখা গেছে। তার চাচার পরিবর্তে নির্বাচনে সে আনসারের ডিউটি করতে এসেছে বলে জানিয়েছে।

আজ মঙ্গলবার সকাল ৯টার দিকে সিরাজগঞ্জের উল্লাপাড়া আদর্শ উচ্চবিদ্যালয় কেন্দ্রে গিয়ে দেখা যায়, এক স্কুলছাত্র (১৪) আনসারের পোশাক পরে নির্বাচনের ডিউটি করছে। তাকে জিজ্ঞেস করলে সে বলে, তার বাড়ি উল্লাপাড়া উপজেলার বড়হর ইউনিয়নের পাগলা বোয়ালিয়া গ্রামে। সে ওই গ্রামের এক বিদ্যালয়ে অষ্টম শ্রেণিতে পড়ে। তার বাবা আনসারের ইউনিয়ন কমান্ডার। চাচা অসুস্থ থাকায় তাঁর পরিবর্তে সে ডিউটিতে এসেছে।

এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে উল্লাপাড়া আদর্শ উচ্চবিদ্যালয় কেন্দ্রের প্রিসাইডিং অফিসার আহসান কবির বলেন, ‘ওই শিশু কীভাবে নির্বাচনী ডিউটিতে এসেছে তা আমি বলতে পারব না। এ বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বলতে পারবে।’

এই কেন্দ্র দায়িত্বরত প্লাটুন কমান্ডার (পিসি) ইকবাল হোসেন বলেন, ‘আনসারের তালিকায় ওই ছাত্রের নাম নেই। চাচা অসুস্থ থাকায় কোনো লোক না পাওয়ায় তাকে আনা হয়েছে।’

উল্লেখ্য, আজ ১৫৬ উপজেলায় দ্বিতীয় ধাপে উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এর মধ্যে সিরাজগঞ্জের উল্লাপাড়া ও তাড়াশ উপজেলা রয়েছে।

রাজশাহীতে ওসমান হাদির গায়েবানা জানাজা

প্রথম আলো, ডেইলি স্টারসহ সুশীল সংবাদপত্র অবশ্যই বন্ধ করতে হবে: রাকসু ভিপি

বিএনপির ‘বিদ্রোহী’ প্রার্থীর মনোনয়ন ফরম তুললেন দণ্ডিত আসামি, খুঁজে পায় না পুলিশ

ভেকু দিয়ে যুবককে হত্যার ঘটনায় ৭ জনের বিরুদ্ধে মামলা

রাজশাহীতে বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হলো আ.লীগ পরিত্যক্ত কার্যালয়

বগুড়ায় স্ত্রীকে হত্যা করে সেপটিক ট্যাংকে লাশ ফেলে থানায় নিখোঁজের জিডি

রাবিতে আওয়ামীপন্থী ডিনদের পদত্যাগের আলটিমেটাম রাকসুর জিএস আম্মারের

ঋত্বিক ঘটকের পৈতৃক ভিটা ভাঙচুরের সঙ্গে জড়িতদের শাস্তির দাবি

রাজশাহীতে ভারতীয় সহকারী হাইকমিশন অভিমুখে যাত্রা, পুলিশি বাধায় পণ্ড

আবাদি জমিতে পুকুর খননে বাধা, কৃষককে এক্সকাভেটরের নিচে ফেলে হত্যা