হোম > সারা দেশ > রাজশাহী

পদ্মা নদীতে ডুবে স্কুলছাত্র নিখোঁজ

বাঘা (রাজশাহী) প্রতিনিধি 

রাজশাহীর বাঘায় পদ্মা নদীতে ডুবে এক স্কুলছাত্র নিখোঁজ হয়েছে। আজ শুক্রবার সকাল ১০টার দিকে উপজেলার চক রাজাপুর ইউনিয়নের পলাশি ফতেপুর গ্রামে পদ্মা নদীতে এ ঘটনা ঘটে। 

নিখোঁজ ছাত্রের নাম জয়নাল কাজী (১৬)। সে উপজেলার চকরাজাপুর উচ্চবিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র ও পলাশি ফতেপুর গ্রামের ইউনুস কাজীর ছেলে।

প্রত্যক্ষদশীরা জানান, শুক্রবার সকালে জয়নাল কাজী ও তার দুই বন্ধু শাহাদত হোসেন এবং রাকিব হোসেনের সঙ্গে পলাশি ফতেপুর এলাকায় পদ্মা নদীর ক্যানেল ঘাটে সাঁতার কেটে পার হয়ে বাবার কাছে খাবার নিয়ে যাচ্ছিল। তার বাবা পদ্মায় মাছ ধরছিল। শাহাদত ও রাকিব সাঁতার কেটে করে কিনারে উঠলেও জয়নাল প্রচন্ড স্রোতের কারণে নদীতে ডুবে নিখোঁজ হয়। পরে স্থানীয়রা তাকে খুঁজে না পেয়ে রাজশাহী ফায়ার সার্ভিসের ডুবুরি দলকে খবর দেয়। 

জয়নাল কাজীর বাবা ইউনুস কাজী বলেন, ‘আমি পদ্মা নদীতে মাছ ধরছিলাম। স্কুল ছুটির কারণে ছেলেসহ তার দুই বন্ধু নদী সাঁতরে খাবার নিয়ে আসছিল। প্রচন্ড স্রোতের কারণে অন্য দুজন কিনারে উঠলেও জয়নাল নদীতে তলিয়ে যায়। ছেলে এখনো নিখোঁজ রয়েছে।’ 

রাজশাহী ফায়ার সার্ভিসের ডুবুরি দলের টিম লিডার আবদুর রাজ্জাক বলেন, বেলা সাড়ে ৩টা পর্যন্ত তাকে উদ্ধার করা যায়নি। 

চারঘাট নৌ-পুলিশের সহকরী পরিদর্শক (এসআই) হাবিবুর রহমান বলেন, ‘আমরা ঘটনাস্থলে রয়েছি। রাজশাহী ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল উদ্ধার অভিযান চালিয়েও তাকে উদ্ধার করতে পারেনি।’

আচরণবিধি লঙ্ঘন: রাজশাহী-১ আসনের বিএনপির প্রার্থীকে আদালতে তলব

রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের তিন কর্মকর্তাকে চাকরিচ্যুত

গণভোটের ব্যালটের টিক চিহ্ন মানেই ঠিক: আলী রীয়াজ

ট্রায়াল দেওয়ার নামে গাড়ি নিয়ে লাপাত্তা যুবদল নেতাকে বহিষ্কার

ব্রেনের চিকিৎসা করতেন এইচএসসি পাস নুরুল, ৬ মাসের জেল

দুই সহযোগীসহ ‘চাঁদাবাজ’ চান সওদাগর আটক, দেশীয় অস্ত্র উদ্ধার

লবণের কার্গো ট্রাকে মিলল ১২৬ কেজি গাঁজা

জামায়াতে ইসলামীতে কেউ স্বাধীনতাবিরোধী নয়: মেজর আখতারুজ্জামান

দেশে ১৭ লাখ ৮০ হাজার শিশু শ্রমে নিযুক্ত: সচিব

রাজশাহীতে হেরোইনসহ দম্পতি গ্রেপ্তার