হোম > সারা দেশ > চাঁপাইনবাবগঞ্জ

চাঁপাইনবাবগঞ্জে নদীতে গোসলে নেমে শিশুর মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জের মহানন্দা নদীতে গোসলে নেমে ইয়াসিন আলী নামে ৯ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। আজ রোববার বেলা সাড়ে ১১টার দিকে জেলা হাসপাতালের সামনে মহানন্দা নদীতে এ ঘটনা ঘটে।

নিহত শিশু পৌর এলাকার শাহীবাগ মহল্লার মৃত দুরুল হোদার ছেলে।

প্রত্যক্ষদর্শীরা বলছে, বেলা সাড়ে ১১টার দিকে ইয়াসিনসহ তাঁর তিন বন্ধু নদীতে গোসলে নামে। এ সময় ডুব দিয়ে ইয়াসিন পানির নিচে তলিয়ে গেলে অপর দুই বন্ধু খোঁজাখুঁজি করে। একপর্যায়ে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হলে তারা এসে মরদেহ উদ্ধার করে।

নিহত শিশুর মা তাসলিমা বেগম ছবি আজকের পত্রিকাকে বলেন, ‘সকালে বাড়ি থেকে বের হয় ইয়াসিন। এরপর থেকে তার খোঁজ পাওয়া যাচ্ছিল না। স্থানীয়রা হাসপাতালে মরদেহ দেখে আমাকে খবর দেয়। এসে দেখলাম আমার ইয়াসিন মারা গেছে।’

চাঁপাইনবাবগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনের স্টেশন অফিসার ফরিদ উদ্দিন আজকের পত্রিকাকে জানান, নিখোঁজের খবর পেয়ে ১০ মিনিটের মধ্যেই আমাদের উদ্ধারকারী সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে। প্রায় ২০ মিনিট চেষ্টার পর একই স্থান থেকে মরদেহ উদ্ধার করা হয়।’

এ বিষয়ে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ হোসেন জানান, মরদেহ জেলা হাসপাতালের মর্গে রয়েছে। আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

রাজশাহীর চরাঞ্চলে শিয়ালের আতঙ্ক, এক রাতে আক্রান্ত ২০০ গরু

বগুড়ায় বিএনপির মিছিলে হামলার মামলায় শ্রমিক লীগ নেতা গ্রেপ্তার

ওসমান হাদি হত্যার বিচার দাবিতে রাজশাহীতে শিক্ষার্থীদের অবস্থান

সিরাজগঞ্জে লাশবাহী গাড়ির সঙ্গে সিমেন্টবোঝাই ট্রাকের সংঘর্ষ, আহত ২

যুবকের হাত-পা কেটে দেওয়ার অভিযোগ জামায়াত-শিবিরের কর্মীদের বিরুদ্ধে

চিড়িয়াখানা ফাঁকা করে আবার প্রাণ ফেরানোর চেষ্টায় রাসিক

কৃষকেরা ধানের বীজতলা পলিথিন দিয়ে ঢেকে রাখেন যে কারণে

প্রাথমিকের শতভাগ বই এলেও সংকট মাধ্যমিকে

নারীকে গলা কেটে হত্যা, সাবেক স্বামী আটক

দেশের সর্বনিম্ন তাপমাত্রায় কাঁপছে রাজশাহী