হোম > সারা দেশ > রাজশাহী

রাবি শিক্ষার্থীদের রেলপথ অবরোধ: রেল কর্তৃপক্ষের মামলা, আসামি অজ্ঞাত

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

ব্যবসায়ীদের সঙ্গে সংঘর্ষের জেরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থীদের রেলপথ অবরোধের ঘটনায় থানায় মামলা হয়েছে। পশ্চিমাঞ্চল রেলওয়ের রাজশাহীর ঊর্ধ্বতন উপসহকারী প্রকৌশলী ভবেশ চন্দ্র রাজবংশী বাদী হয়ে এ মামলা করেছেন। 

সোমবার (১৩ মার্চ) রাত ১১টায় রাজশাহী রেলওয়ে থানায় মামলাটি রেকর্ড করা হয়েছে। তবে মামলায় ‘শিক্ষার্থী’ শব্দটি উল্লেখ নেই। 

রাজশাহী রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোপাল কুমার এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, রেললাইনে আগুন জ্বালিয়ে অবরোধ করা, রেললাইনের ৯২টি প্যান্ডল ক্লিপ খুলে নেওয়া, একটি স্টিল স্লিপার চুরি করা এবং একটি স্লিপার পুড়িয়ে দেওয়ার অভিযোগে মামলা করা হয়েছে। এ ছাড়া রেলওয়ের একটি গুমটি ঘরের জানালা ভাঙচুরের অভিযোগ আনা হয়েছে। 

ওসি জানান, রাবির শিক্ষার্থীরা এই ধরনের ঘটনা ঘটিয়েছেন সেটি মামলার এজাহারে উল্লেখ নেই। এজাহারে বলা হয়েছে, অজ্ঞাতনামা ২০০ থেকে ৩০০ বিক্ষুব্ধ জনতা এসব ঘটনা ঘটিয়েছে। কারা এসবের সঙ্গে জড়িত তা পুলিশ খুঁজে বের করে ব্যবস্থা নেবে বলেও জানান ওসি। 

গত শনিবার সন্ধ্যায় রাবির শিক্ষার্থীদের সঙ্গে বিশ্ববিদ্যালয় সংলগ্ন বিনোদপুর বাজারের ব্যবসায়ীদের সংঘর্ষের ঘটনা ঘটে। এর জের ধরে বিনোদপুর বাজারের দোকানপাটে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। ব্যবসায়ীদের ইটপাটকেল ও পুলিশের টিয়ার সেল এবং রাবার বুলেটে দুই শতাধিক শিক্ষার্থী আহত হন। এর প্রতিবাদে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের পেছনে রেলপথ অবরোধ করেন। পরদিন রাতেও শিক্ষার্থীদের একটি অংশ রেলপথ অবরোধ করে আগুন দেন। এ কারণে দুই দিনই কয়েক ঘণ্টার জন্য ট্রেন চলাচল বন্ধ থাকে। 

এই ঘটনায় রেল কর্তৃপক্ষ মামলা করল। এর আগে দুই শতাধিক শিক্ষার্থীকে আহত করার অভিযোগে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ অজ্ঞাতনামা ৫০০ জনের বিরুদ্ধে একটি মামলা করেছে। এ ছাড়া সংঘর্ষ চলাকালে বিশ্ববিদ্যালয়ের পুলিশ বক্স ও পুলিশের মোটরসাইকেল পুড়িয়ে দেওয়া এবং সাত পুলিশ সদস্যকে আহত করার অভিযোগে পুলিশের পক্ষ থেকে একটি মামলা করা হয়েছে। এই মামলায় ২৫০ থেকে ৩০০ জন অজ্ঞাতনামা ‘বিক্ষুব্ধ জনতা’কে আসামি করা হয়েছে।

শিক্ষক নেটওয়ার্কের বিবৃতি নিয়ে যা বললেন রাকসুর জিএস আম্মার

রাজশাহী-৫ আসনে জামায়াতের প্রার্থী পরিবর্তন

রাজশাহী বিশ্ববিদ্যালয়: তহবিলের হিসাব না পেয়ে দৃশ্যত স্থবির রাকসু

রাজশাহীতে র‍্যাবের অভিযানে আগ্নেয়াস্ত্র উদ্ধার

রাজশাহীর চরাঞ্চলে শিয়ালের আতঙ্ক, এক রাতে আক্রান্ত ২০০ গরু

বগুড়ায় বিএনপির মিছিলে হামলার মামলায় শ্রমিক লীগ নেতা গ্রেপ্তার

ওসমান হাদি হত্যার বিচার দাবিতে রাজশাহীতে শিক্ষার্থীদের অবস্থান

সিরাজগঞ্জে লাশবাহী গাড়ির সঙ্গে সিমেন্টবোঝাই ট্রাকের সংঘর্ষ, আহত ২

যুবকের হাত-পা কেটে দেওয়ার অভিযোগ জামায়াত-শিবিরের কর্মীদের বিরুদ্ধে

চিড়িয়াখানা ফাঁকা করে আবার প্রাণ ফেরানোর চেষ্টায় রাসিক