হোম > সারা দেশ > বগুড়া

আদমদীঘিতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি

বগুড়ার আদমদীঘিতে আলিমা খাতুন (২২) নামে এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার উপজেলার শাওইল গ্রাম থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত গৃহবধূ ওই এলাকার শাকিল হোসেনের স্ত্রী। 

আদমদীঘি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজেশ কুমার চক্রবর্তী আজকের পত্রিকাকে বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বগুড়া পাঠানো হয়েছে। ময়নাতদন্ত রিপোর্ট পেলে মৃত্যুর আসল কারণ জানা যাবে। এ ঘটনায় থানায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে।’ 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার ওই গ্রামের শাকিল হোসেনের সঙ্গে তার স্ত্রী আলিমার বেশ কিছু দিন ধরে পারিবারিক কলহ চলছিল। গতকাল বৃহস্পতিবার রাতে কথা-কাটাকাটির একপর্যায়ে স্ত্রীকে মারধর করে স্বামী। পরদিন সকালে স্ত্রী গলাই ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বলে স্বামী চিৎকার করলে পরিবারের সদস্য ও প্রতিবেশীরা এসে ঝুলন্ত মরদেহ দেখতে পায়। পরে খবর পেয়ে পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে বগুড়া হাসপাতাল মর্গে প্রেরণ করে। 

মৃতের স্বামী শাকিল হোসেন বলেন, ‘বৃহস্পতিবার সন্ধ্যায় আমার স্ত্রীর সঙ্গে কথা-কাটাকাটি হয়। আমি তাকে দুটি চড় মেরে বাজারে চলে যাই। রাতে এসে ভাত খেয়ে শুয়ে পড়ি, আর স্ত্রী ও ছেলে পাশে শুয়ে পড়ে। মধ্যরাতে ঘুম ভেঙে গেলে দেখি, আমার স্ত্রী পাশে নাই। পরে ঘরের দরজার কাছে গলায় ফাঁস লাগানো অবস্থায় তাকে ঝুলে থাকতে দেখি।’

মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রায় কাঁপছে রাজশাহী

রাজশাহীতে কৃষক লীগ নেত্রী ও আ.লীগ সমর্থক আইনজীবীর মনোনয়নপত্র দাখিল

খালেদা জিয়ার মৃত্যু: শোকে স্তব্ধ বগুড়াবাসী

কম্বল নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৩

শিক্ষক নেটওয়ার্ক বন্ধের আহ্বান জানাচ্ছি: রাকসু জিএস আম্মার

রাজশাহী-৫ আসনে জামায়াতের প্রার্থী পরিবর্তন

রাজশাহী বিশ্ববিদ্যালয়: তহবিলের হিসাব না পেয়ে দৃশ্যত স্থবির রাকসু

রাজশাহীতে র‍্যাবের অভিযানে আগ্নেয়াস্ত্র উদ্ধার

রাজশাহীর চরাঞ্চলে শিয়ালের আতঙ্ক, এক রাতে আক্রান্ত ২০০ গরু

বগুড়ায় বিএনপির মিছিলে হামলার মামলায় শ্রমিক লীগ নেতা গ্রেপ্তার