হোম > সারা দেশ > রাজশাহী

সীতাকুণ্ডে বিস্ফোরণে নিখোঁজ শফিউলের পরিবারে আহাজারি

উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি

চট্টগ্রামের সীতাকুণ্ডে বিএম কনটেইনার ডিপোতে ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় সিরাজগঞ্জের উল্লাপাড়ার নিখোঁজ শফিউলের পরিবারে চলছে শোকের মাতম। পরিবারের সদস্যদের কান্নায় ভারী হয়ে উঠেছে আকাশ-বাতাস। এ ঘটনায় পরিবারের সদস্যরা যেন বাকরুদ্ধ হয়ে পড়েছেন। তাঁরা এখনো জানেন না যে শফিউল মারা গেছেন নাকি জীবিত আছেন। 

সরেজমিনে নিখোঁজ শফিউলের বাড়িতে গিয়ে দেখা যায়, পরিবারের সদস্যরা শফিউলকে ফিরে পাওয়ার আশায় পথ চেয়ে আছেন। খবরের আশায় নিখোঁজ শফিউলের আত্মীয়স্বজনেরা তাঁর বাড়িতে ভিড় করছেন। শফিউলের স্ত্রী আঁখি খাতুন এবং মা শাহনাজ খাতুনের কাছে কোনো উত্তর জানা নেই। শফিউলকে খুঁজে না পেয়ে দিশেহারা তাঁরা। শফিউলের স্ত্রী এবং মা একটু পর পর জ্ঞান হারাচ্ছেন। জ্ঞান ফিরে আসার পর আবার শুরু করেন গগনবিদারি আর্তনাদ। 

কান্না করতে করতে নিখোঁজ শফিউলের মা শাহনাজ খাতুন বলেন, ‘শফিউলের মুখ থেকে আর মা ডাক শুনতে পাব কি না জানি না, আমার ছেলে বোধ হয় আমাকে আর কোনো দিনও মা বলে ডাকবে না। ছেলের মুখটা আমার আর দেখা হলো না।’ 

মায়ের এ আর্তনাদে চোখের পানি ধরে রাখতে পারেন না প্রতিবেশীরা। স্বামী নিখোঁজের খবরে জ্ঞান হারিয়ে বাড়ির উঠানে পড়ে থাকতে দেখা যায় শফিউলের স্ত্রী আঁখি খাতুনকে। তাঁকে সুস্থ করার কাজে ব্যস্ত বাড়ির অন্য স্বজনেরা। ৯ মাস আগে বিয়ে করেছেন তাঁরা। শফিউলের স্ত্রী আঁখি খাতুন এখন পাঁচ মাসের অন্তঃসত্ত্বা। কদিন আগেই ছুটি কাটিয়ে চট্টগ্রামের কুমিরা ফায়ার স্টেশনে কাজে গিয়েছিলেন নিখোঁজ শফিউল। সন্তান জন্মের আগেই স্বামীর নিখোঁজের খবর কোনোভাবেই মেনে নিতে পারছে না স্ত্রী আঁখি খাতুন।। 

এ ঘটনায় নিখোঁজ শফিউলের পরিবারকে সমবেদনা জানিয়েছেন উল্লাপাড়ার সংসদ সদস্য তানভীর ইমাম। তাঁর পক্ষ থেকে আজ সকালে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা শফিউলের পরিবারে সঙ্গে সাক্ষাৎ করেন। 

নিখোঁজ শফিউলের ছোট ভাই মামুনের সঙ্গে মুঠোফোনে কথা বলে জানা যায়, বর্তমানে তিনি ভাইয়ের খোঁজে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে অবস্থান করছেন। তাঁর ডিএনএ সংগ্রহ করে ঢাকায় পাঠানো হয়েছে। 

সিরাজগঞ্জে অডিটরিয়ামের ওয়াশরুম থেকে বৃদ্ধের লাশ উদ্ধার

জয়পুরহাটে ট্রাক–ভ্যান সংঘর্ষে নিহত ১

সাজিদের মৃত্যুতে রাষ্ট্রের কাছে ৫ কোটি টাকা ক্ষতিপূরণ দাবি

দুর্গাপুরে বধ্যভূমিতে শহীদদের স্মরণে শ্রদ্ধা ও মোনাজাত

রাকসুর জিএসকে ‘হত্যার হুমকি’ দিয়ে নিষিদ্ধ ছাত্রলীগ নেতার ফেসবুক পোস্ট

বগুড়ায় ট্রাক-অটোরিকশার সংঘর্ষে চালক নিহত, আহত তিন

গভীর নলকূপ খনন: বরেন্দ্রজুড়ে শত শত মৃত্যুকূপ

শিশু সাজিদের শেষ বিদায়ে হাজারো মানুষের ঢল

আমার একটা কলিজা হারায় ফেলছি, বিচার চাই: সাজিদের বাবা

প্রাথমিকে শতভাগ বই, মাধ্যমিকে এল অর্ধেক