প্রতিনিধি
রাজশাহী: রাজশাহীতে ফেনসিডিলসহ এক দম্পতিকে গ্রেপ্তার করেছে র্যাব। গ্রেপ্তাররা হলেন- রাজশাহীর দামকুড়া থানার কাদিপুর দিয়াশলাইপাড়া গ্রামের ফারুক হোসেন (৩৭) ও তাঁর স্ত্রী সুলতানা বেগম (৩৩)।
গতকাল সোমবার দিবাগত রাত ১০টার দিকে র্যাব-৫ এর রাজশাহীর মোল্লাপাড়া ক্যাম্পের একটি দল তাদের গ্রেপ্তার করে। আজ মঙ্গলবার সকালে র্যাবের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
র্যাব জানায়, এই দম্পতির বাড়ি থেকে ৫৩ বোতল ফেনসিডিল জব্দ করা হয়েছে। তাঁরা ফেনসিডিল ব্যবসার সঙ্গে জড়িত। এ নিয়ে তাঁদের বিরুদ্ধে দামকুড়া থানায় একটি মামলা করা হয়েছে।