হোম > সারা দেশ > রাজশাহী

রাজশাহীতে প্রাথমিকের ৬ বস্তা বই জব্দ

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

রাজশাহী মহানগরীতে প্রাথমিক বিদ্যালয়ের বিভিন্ন শ্রেণির ৬ বস্তা বই জব্দ করেছে পুলিশ। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে দুজন পালিয়ে গেছেন। গতকাল বুধবার রাতে দুটি রিকশায় করে নিয়ে যাওয়ার সময় নগরীর সিঅ্যান্ডবি মোড় থেকে বইগুলো জব্দ করা হয়। 

নগরীর রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল হক আজকের পত্রিকাকে জানান, নগরীর সিঅ্যান্ডবি থেকে দুটি রিকশায় চালকসহ মোট চারজন সরকারি বই বিক্রির উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিলেন। স্থানীয়রা বই বিক্রির বিষয়টি বুঝতে পেরে রিকশা দুটি আটকে রেখেছিলেন। পরে পুলিশ গিয়ে বইগুলো উদ্ধার করে থানায় নিয়ে আসে। ঘটনাস্থল থেকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য দুজন রিকশাচালককে থানায় নেওয়া হয়। পরে তাঁদের ছেড়ে দেওয়া হয়েছে। 

ওসি রফিকুল হক জানান আরও জানান, সরকারি বই বিক্রি করা নিষিদ্ধ। বইগুলো কোন স্কুলের তার খোঁজ নেওয়া হচ্ছে। বিষয়টি জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সাইদুল ইসলামকে জানানো হয়েছে। কোন স্কুল থেকে বইগুলো এসেছিল তা জানতে পারলে তিনি প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন।

চিড়িয়াখানা ফাঁকা করে আবার প্রাণ ফেরানোর চেষ্টায় রাসিক

কৃষকেরা ধানের বীজতলা পলিথিন দিয়ে ঢেকে রাখেন যে কারণে

প্রাথমিকের শতভাগ বই এলেও সংকট মাধ্যমিকে

নারীকে গলা কেটে হত্যা, সাবেক স্বামী আটক

দেশের সর্বনিম্ন তাপমাত্রায় কাঁপছে রাজশাহী

রাজশাহীতে প্রাথমিকের শতভাগ বই পৌঁছেছে, বিদ্যালয়গুলোতে যাচ্ছে নতুন বই

রাবি অফিসার সমিতি নির্বাচন: বিএনপিপন্থীদের নিরঙ্কুশ জয়, জামায়াতপন্থীদের ভরাডুবি

বিএনপিতে বিরোধ: রাজশাহীর ৪টি আসনে কোন্দল প্রকাশ্যে

তিনটি গরুর সঙ্গে মোটরসাইকেলের তেলও নিয়ে গেছে চোরেরা

তারেক রহমানের প্রত্যাবর্তন: বিএনপির নেতা-কর্মীদের বহনে পশ্চিমে চার জোড়া বিশেষ ট্রেন