হোম > সারা দেশ > সিরাজগঞ্জ

উল্লাপাড়ায় বাড়ির সীমানা নির্ধারণকে কেন্দ্র করে সংঘর্ষ, নিহত-১ 

প্রতিনিধি, উল্লাপাড়া (সিরাজগঞ্জ) 

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বাড়ির সীমানা নির্ধারণকে কেন্দ্র করে প্রতিবেশীর রডের আঘাতে আলিম উদ্দিন (৪৫) নামে একজন নিহত হয়েছেন। শনিবার (২৮ আগস্ট) দুপুরে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। 

নিহত আলিম উল্লাপাড়া পৌর এলাকার শ্রীকোলা গ্রামের মৃত সামসুল হকের ছেলে। 

স্থানীয়রা জানান, গত ১৮ আগস্ট সকালে বাড়ির সীমানা নির্ধারণ নিয়ে কথা-কাটাকাটির একপর্যায়ে পাশের বাড়ির আমিরুল ও মামুন নামের দুজন লোহার রড দিয়ে আলিমের মাথায় সজোরে আঘাত করে। রডের আঘাতে আলিম মাটিতে লুটিয়ে পড়ে। পরে তাঁকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে প্রথমে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে পরে রাজধানীর একটি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার (২৮ আগস্ট) তাঁর মৃত্যু হয়। 

এ বিষয়ে উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীপক কুমার দাস জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। 

এ ঘটনায় থানায় মামলা দায়েরের পর দুজনকে আটক করা হয়েছে। আটককৃতদের আজ রোববার (২৯ আগস্ট) সিরাজগঞ্জ আদালতে পাঠানো হবে। 

দুর্গাপুরে বধ্যভূমিতে শহীদদের স্মরণে শ্রদ্ধা ও মোনাজাত

রাকসুর জিএসকে ‘হত্যার হুমকি’ দিয়ে নিষিদ্ধ ছাত্রলীগ নেতার ফেসবুক পোস্ট

বগুড়ায় ট্রাক-অটোরিকশার সংঘর্ষে চালক নিহত, আহত তিন

গভীর নলকূপ খনন: বরেন্দ্রজুড়ে শত শত মৃত্যুকূপ

শিশু সাজিদের শেষ বিদায়ে হাজারো মানুষের ঢল

আমার একটা কলিজা হারায় ফেলছি, বিচার চাই: সাজিদের বাবা

প্রাথমিকে শতভাগ বই, মাধ্যমিকে এল অর্ধেক

সব চেষ্টা—আকুতি বিফলে, মায়ের কোলে মৃত সাজিদ

শিশু সাজিদ মারা গেছে

শিশু সাজিদকে উদ্ধার, নেওয়া হয়েছে হাসপাতালে