হোম > সারা দেশ > রাজশাহী

বাঘায় চালকের দক্ষতায় সংঘর্ষ থেকে রক্ষা পেল ২ ট্রেন 

বাঘা (রাজশাহী) প্রতিনিধি 

রাজশাহীর বাঘা উপজেলার আড়ানী রেলওয়ে স্টেশনে চালকের দক্ষতায় দুটি যাত্রীবাহী ট্রেন মুখোমুখি সংঘর্ষ থেকে রক্ষা পেল। আজ মঙ্গলবার দুপুুর ১২টার দিকে আড়ানী রেলওয়ে স্টেশনে এ ঘটনা ঘটে। 

স্থানীয়রা জানান, রাজশাহী থেকে ছেড়ে আসা ঈশ্বরদীগামী ‘সিক্স ডাউন মেইল’ ট্রেনটি আড়ানী রেলস্টেশনে ১ নম্বর লাইনে দাঁড়িয়েছিল। এ সময় ঢাকা থেকে রাজশাহীগামী আন্তনগর ‘ধূমকেতু’ ট্রেনটি ২ নম্বর লাইনে দাঁড়ানোর কথা ছিল। কিন্তু এই ট্রেনটি ১ নম্বর লাইনে ঢুকে পড়ে। ফলে ১ নম্বর লাইনে দাঁড়িয়ে থাকা ট্রেনটির মুখোমুখি হয় ধূমকেতু আন্তনগর ট্রেনটি। কিন্তু ট্রেনের চালক মোস্তাফিজুর রহমান দাঁড়িয়ে থাকা ট্রেনটি দেখতে পেয়ে মুখোমুখি হওয়ার ২৫ গজ দূরেই ট্রেনটি থামিয়ে দেন। আড়ানী স্টেশনে ধূমকেতুটির স্টপেজ থাকার কারণে ট্রেনটি গতি কম থাকায় বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পায় ট্রেন দুটি। এ সময় উভয় ট্রেনের যাত্রীদের মধ্যে ছোটাছুটি ও চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। 

সিক্স ডাউন মেইল ট্রেনের যাত্রী সাকিল হোসেন বলেন, ‘ট্রেনের পেছনে থাকার কারণে প্রথমে আমি বুঝতে পারিনি। পরে দেখি ধূমকেতু ট্রেনটিও একই লাইনে। ড্রাইভারের বুদ্ধিমত্তার কারণে বড় ধরনের দুর্ঘটনা থেকে বেঁচে গেছি। এ বিষয়ে রেলওয়ে কর্তৃপক্ষকে সজাগ হওয়ার আহ্বান জানাই।’ 

ঢাকা থেকে আন্তনগর ধূমকেতু ট্রেন রাজশাহীর উদ্দেশে ছাড়ে সকাল সাড়ে ৬টায়। আড়ানী স্টেশনে থামার কথা ছিল ১০টা ৫৫ মিনিটে। কিন্তু দাঁড়িয়ে থাকা ট্রেনের মুখোমুখি হয় ১২টা ৮ মিনিটে। পরে ১২টা ৩০ মিনিটে ট্রেনটি রাজশাহীর উদ্দেশে ছেড়ে যায়। এদিকে সিক্স ডাউন মেইল ট্রেনটি রাজশাহী থেকে ঈশ্বরদীর উদ্দেশে ছাড়ে সকাল সাড়ে ১০টায়। আড়ানী স্টেশনে এসে পৌঁছে ১১টা ৩৮ মিনিটে। ছাড়ে বেলা ১২টা ৫২ মিনিটে। 

আড়ানী রেলস্টেশনের পয়েন্টম্যান কিরণ আহম্মেদ বলেন, পয়েন্ট তৈরি করতে যাওয়ার সময়ে আন্তনগর ধূমকেতু ট্রেন একই লাইনে ঢুকে পড়ে। চালকের বুদ্ধিমত্তায় দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষ এড়ানো সম্ভব হয়েছে। 

আড়ানী স্টেশন মাস্টার মোশারফ হোসেন বলেন, পয়েন্টম্যান কিরণ আহম্মেদ পয়েন্ট তৈরি করতে যাওয়ার আগে আন্তনগর ধূমকেতু ট্রেন ঢুকে পড়ে। এদিকে বিদ্যুৎ না থাকায় সিগন্যাল দেওয়া সম্ভব হয়নি। আন্তনগর ধূমকেতু আড়ানীতে দাঁড়ানোর ব্যবস্থা আছে। বিদ্যুৎ থাকলে হয়তো এমন ঘটনা ঘটত না। ট্রেনটি ২২ মিনিট পর আড়ানী ছেড়ে রাজশাহীর উদ্দেশে রওনা হয়।

শিক্ষক নেটওয়ার্ক বন্ধের আহ্বান জানাচ্ছি: রাকসু জিএস আম্মার

রাজশাহী-৫ আসনে জামায়াতের প্রার্থী পরিবর্তন

রাজশাহী বিশ্ববিদ্যালয়: তহবিলের হিসাব না পেয়ে দৃশ্যত স্থবির রাকসু

রাজশাহীতে র‍্যাবের অভিযানে আগ্নেয়াস্ত্র উদ্ধার

রাজশাহীর চরাঞ্চলে শিয়ালের আতঙ্ক, এক রাতে আক্রান্ত ২০০ গরু

বগুড়ায় বিএনপির মিছিলে হামলার মামলায় শ্রমিক লীগ নেতা গ্রেপ্তার

ওসমান হাদি হত্যার বিচার দাবিতে রাজশাহীতে শিক্ষার্থীদের অবস্থান

সিরাজগঞ্জে লাশবাহী গাড়ির সঙ্গে সিমেন্টবোঝাই ট্রাকের সংঘর্ষ, আহত ২

যুবকের হাত-পা কেটে দেওয়ার অভিযোগ জামায়াত-শিবিরের কর্মীদের বিরুদ্ধে

চিড়িয়াখানা ফাঁকা করে আবার প্রাণ ফেরানোর চেষ্টায় রাসিক