হোম > সারা দেশ > রাজশাহী

রাজশাহীতে যুবলীগ কর্মী মিম হত্যার বিচারের দাবি

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী    

নগরের সাহেববাজার জিরো পয়েন্টে মানববন্ধন। ছবি: আজকের পত্রিকা

রাজশাহীতে যুবলীগ কর্মী মিম (২৮) হত্যার বিচারের দাবিতে মানববন্ধন হয়েছে। আজ রোববার বেলা সাড়ে ১১টায় নগরের সাহেববাজার জিরো পয়েন্টে এ কর্মসূচির আয়োজন করে নিহতের পরিবার। মানববন্ধন থেকে মিম হত্যা মামলার আসামিদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানানো হয়।

জানা গেছে, মিম নগরের রামচন্দ্রপুর মহল্লার বাসিন্দা ছিলেন। গত ২৬ অক্টোবর মিমকে পিটিয়ে ও ছুরিকাঘাতে হত্যা করা হয়। ছাত্র-জনতার অভ্যুত্থানের বিপক্ষে ছিলেন মিম, এমন কথা প্রচার করে প্রকাশ্যেই তুলে নিয়ে গিয়ে হত্যা করা হয় মিমকে। তবে খুনের এই ঘটনা পূর্ববিরোধের কারণে। মিম হত্যায় রুবেল নামের স্থানীয় এক যুবদল কর্মী নেতৃত্বে ছিলেন বলে পরিবারের অভিযোগ।

মানববন্ধনে মিমের মা কেয়া বেগম বলেন, ‘এই হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী রুবেলের আমরা ফাঁসি চাই। রুবেল গ্রেপ্তার হলেও এখনো বাকি আসামিদের গ্রেপ্তার করছে না পুলিশ। আমাদের কেউ নেই বলে আমরা কোনো বিচার পাচ্ছি না। রুবেল সন্ত্রাসী। আর আমরা খুব অসহায়। আমাদের পাশে একটা লোক নাই। দেখেন, কয়েকজন মাত্র লোক এসেছি এলাকা থেকে। কেউ ভয়ে আসতে চাচ্ছে না। রুবেল জেলে থাকলেও রাসেল, অমিত, রিফাত, রবিন, আরিফ, সাজ্জাদ, সাব্বির, মারুফ, সাগরসহ আরও অনেকে প্রতিনিয়ত হুমকি দিচ্ছে। পুরো পরিবারকেই শেষ করে দিতে চায় তারা।’

মানববন্ধনে নিহতের ভাই কৌশিক ইসলাম সাগর, নানি জাহানারা বিবি, প্রতিবেশী আরাফাত হোসেন, মো. শাকিব প্রমুখ বক্তব্য দেন।

আচরণবিধি লঙ্ঘন: রাজশাহী-১ আসনের বিএনপির প্রার্থীকে আদালতে তলব

রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের তিন কর্মকর্তাকে চাকরিচ্যুত

গণভোটের ব্যালটের টিক চিহ্ন মানেই ঠিক: আলী রীয়াজ

ট্রায়াল দেওয়ার নামে গাড়ি নিয়ে লাপাত্তা যুবদল নেতাকে বহিষ্কার

ব্রেনের চিকিৎসা করতেন এইচএসসি পাস নুরুল, ৬ মাসের জেল

দুই সহযোগীসহ ‘চাঁদাবাজ’ চান সওদাগর আটক, দেশীয় অস্ত্র উদ্ধার

লবণের কার্গো ট্রাকে মিলল ১২৬ কেজি গাঁজা

জামায়াতে ইসলামীতে কেউ স্বাধীনতাবিরোধী নয়: মেজর আখতারুজ্জামান

দেশে ১৭ লাখ ৮০ হাজার শিশু শ্রমে নিযুক্ত: সচিব

রাজশাহীতে হেরোইনসহ দম্পতি গ্রেপ্তার