রাজশাহীর গোদাগাড়ীতে প্রায় কোটি টাকা মূল্যের হেরোইনসহ মেহেদী হাসান (২০) নামের এক তরুণকে আটক করা হয়েছে। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় তাঁকে আটক করা হয়।
আটক মেহেদীর বাড়ি চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার সাবেক লাভাঙ্গা গ্রামে। এ সময় র্যাব তাঁর কাছ থেকে ১ কেজি ৪০ গ্রাম হেরোইন উদ্ধার করেছে, যার মূল্য প্রায় কোটি টাকা।
আজ বুধবার সকালে র্যাব-৫-এর চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের অধিনায়ক লেফটেন্যান্ট কমান্ডার রুহ-ফি-তাহমিন তৌকির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গোদাগাড়ী থেকে হেরোইন সংগ্রহ করে মেহেদী অটোরিকশায় চড়ে চাঁপাইনবাবগঞ্জের দিকে যাচ্ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁকে আটক করা হয়। এ ব্যাপারে তাঁর বিরুদ্ধে গোদাগাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।