হোম > সারা দেশ > রাজশাহী

নিখোঁজের ২৭ ঘণ্টা পর পদ্মায় মিলল কৃষকের মরদেহ

পাংশা (রাজবাড়ী) প্রতিনিধি

রাজবাড়ীর পাংশায় পদ্মা নদীতে নৌকা ডুবে নিখোঁজের ২৭ ঘণ্টা পর কৃষক মো. আব্দুল কুদ্দুস মন্ডলের (৬০) মরদেহ উদ্ধার করা হয়েছে। 

আজ মঙ্গলবার ইউনিয়নের চর-আফড়া গ্রামের তালতলা থেকে মরদেহ উদ্ধার করে পাংশা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা। 

আব্দুল কুদ্দুস বাহাদুরপুর ইউনিয়নের গঙ্গানন্দদিয়া গ্রামের মৃত উজির মন্ডলের ছেলে। 

গতকাল সোমবার সকাল সাড়ে ৯টার দিকে বাহাদুরপুর ইউনিয়নের চরপাড়া বেড়িবাঁধ ঘাট থেকে জমিতে কাজের উদ্দেশ্যে পদ্মার চরে যাওয়ার সময় নৌকা ডুবে নিখোঁজ হন আব্দুল কুদ্দুস। নিখোঁজের পর থেকেই তাঁকে উদ্ধার অভিযান চালায় পাংশা ফায়ার সার্ভিসের একাধিক সদস্য ও দুজন ডুবুরি দলের প্রশিক্ষণপ্রাপ্ত সদস্য। 

পাংশা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার রয়েল আহম্মেদ বলেন, ‘গতকাল থেকে উদ্ধার অভিযান চালাই। দুপুর ১২টার দিকে সংবাদ পাই তালতলায় একটি ভাসমান মরদেহ রয়েছে। পরে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করি। মরদেহটি আব্দুল কুদ্দুসের বলে শনাক্ত করে তাঁর পরিবার। মরদেহটি তাঁর পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।’ 

সোমবার একটি নৌকায় ১৬ জন কৃষক যাচ্ছিলেন। নৌকাটি ঘাট থেকে পদ্মার চরের মাঝামাঝি গেলে তলিয়ে যায়। এ সময় নৌকায় থাকা সবাই চিৎকার করলে স্থানীয়রা ঘাট থেকে নৌকা নিয়ে ঘটনাস্থলে গিয়ে ১৫ জনকে উদ্ধার করতে সক্ষম হয়। আব্দুল কুদ্দুস তলিয়ে গেলে তাঁকে উদ্ধার করতে না পেরে পাংশা ফায়ার সার্ভিসকে খবর দেয়।

১৮ দিন পর অপহৃত গরু ব্যবসায়ীর লাশ মিলল পদ্মা নদীতে

জাতীয় নির্বাচনের আগেই শাকসু দাবি রাবি শিবিরের

এনসিপির রাজশাহী জেলা ও মহানগর কমিটির দ্বন্দ্বের জেরে দুই কমিটিই স্থগিত

নাটোরে আদালত প্রাঙ্গণে দুপক্ষের সংঘর্ষ, আটক ৩

রাকসু জিএস আম্মারের ‘মানসিক চিকিৎসা’র দাবিতে ছাত্রদলের মানববন্ধন

আচরণবিধি লঙ্ঘন: জামায়াতের নায়েবে আমিরকে শোকজ

তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে টানানো ব্যানার সরিয়ে আম্মারের ভিডিও পোস্ট

দেশকে পাল্টে দিতে গণভোটে ‘হ্যাঁ’ দিতে হবে: স্বাস্থ্য উপদেষ্টা

নির্বাচনে নিরাপত্তা নিশ্চিত করতে ১ লাখ পুলিশকে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

রাবিতে ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা শুরু, আসনপ্রতি লড়ছেন ৫৯ পরীক্ষার্থী