রাজশাহী: রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে আরও ১১ জনের মৃত্যু হয়েছে। রোববার দিবাগত রাত ৩টা থেকে গতকাল সোমবার রাত ১১টা মধ্যে তাঁরা মারা যান। এদের মধ্যে করোনা পজিটিভ ছিলেন দুজন। বাকি নয়জন মারা গেছেন করোনার উপসর্গ নিয়ে। হাসপাতালের ওয়ার্ড মাস্টারের কার্যালয়ে মরদেহের নামের তালিকার খাতায় এমন তথ্য আছে। তবে হাসপাতালের উপপরিচালক ডা. সাইফুল ফেরদৌস সাতজনের মৃত্যুর বিষয় নিশ্চিত করতে পেরেছেন।
খাতায় থাকা তথ্য অনুযায়ী, মারা যাওয়া ১১ জনের মধ্যে চারজনের বাড়ি চাঁপাইনবাবগঞ্জ। এ ছাড়া তিনজন নাটোরের, দুজন নওগাঁর এবং দুজন রাজশাহীর বাসিন্দা ছিলেন। ১১ জনের মধ্যে যে দুজনের করোনা পজিটিভ ছিল তাঁরা হলেন-চাঁপাইনবাবগঞ্জের মাহাতাব ও রাজশাহী মহানগরীর রাজপাড়ার মজিজন বিবি।
মৃত অন্যরা হলেন, নাটোরের কামাল খান, শাহাবুদ্দিন, জমসেদ নওগাঁর আরেকা খানম, মাজেদা, রাজশাহীর কাটাখালীর মনজুরা, চাঁপাইনবাবগঞ্জের শিরিনা বেগম, সোনাভান বিবি এবং নাজমা বেগম।
এর আগে গত শনিবার থেকে রোববার পর্যন্ত হাসপাতালের করোনা ইউনিটে রেকর্ড ১২ জনের মৃত্যু হয়।
রামেক হাসপাতালের উপপরিচালক ডা. সাইফুল ফেরদৌস জানান, আজ মঙ্গলবার সকাল পর্যন্ত হাসপাতালের করোনা ইউনিটে এখন ২১৫ জন ভর্তি ছিলেন। এর মধ্যে ৯১ জন করোনা পজিটিভ। বাকিরা ভর্তি ছিলেন করোনার উপসর্গ নিয়ে।