হোম > সারা দেশ > রাজশাহী

রাজশাহীতে ভুয়া প্রশ্ন ফাঁস চক্রের ৩ জনের কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

রাজশাহীতে ভুয়া প্রশ্ন ফাঁস চক্রের তিনজনকে কারাদণ্ড দিয়েছেন আদালত। আজ বৃহস্পতিবার সকালে রাজশাহী সাইবার ট্রাইব্যুনালের বিচারক মো. জিয়াউর রহমান আলাদা দুটি মামলার এই তিন আসামিকে দুই বছর করে সশ্রম কারাদণ্ড দেন। এ ছাড়া ১ লাখ টাকা করে জরিমানা, অনাদায়ে আরও ছয় মাস করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।

দণ্ডপ্রাপ্ত তিনজন হলেন বগুড়া সদরের চাঁদপাড়া গ্রামের নিশাত আনাম (২১) ও সৈকত ইসলাম (২৩) এবং জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার দমদমা গ্রামের মোস্তাফিজুর রহমান হাসান (২৬)। এই তিন আসামির বিরুদ্ধেই ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেছিল র‍্যাব।

রাজশাহী সাইবার ট্রাইব্যুনালের রাষ্ট্রপক্ষের আইনজীবী মোসা. ইসমত আরা জানান, ২০২০ সালের জানুয়ারিতে এসএসসি পরীক্ষার আগে নিশাত ও সৈকত প্রশ্নপত্র দেওয়ার নামে পরীক্ষার্থীদের কাছ থেকে টাকা হাতিয়ে নিচ্ছিলেন। টাকা নেওয়ার পর তাঁরা দিতেন ভুয়া প্রশ্নপত্র। একই কাজ করতেন জয়পুরহাটের হাসানও। হাসানকে গ্রেপ্তার করা হয়েছিল ২০২০ সালের ফেব্রুয়ারিতে। এর এক মাস আগে গ্রেপ্তার হয়েছিলেন বগুড়ার দুজন। তিনজনই এসএসসি পরীক্ষার ভুয়া প্রশ্নপত্র দিয়ে পরীক্ষার্থীদের কাছ থেকে টাকা হাতিয়ে নিতেন। তিনজনকেই আলামতসহ গ্রেপ্তার করে র‍্যাব। এরপর তাঁদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা হয়।

এরপর আদালতে মামলা দুটির বিচারকাজ শুরু হয়। বৃহস্পতিবার দুটি মামলারই রায় ঘোষণা করা হয়েছে। আসামিদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় তাঁদের জেল-জরিমানা করেছেন আদালত। রায় ঘোষণার সময় আসামিরা আদালতের কাঠগড়ায় উপস্থিত ছিলেন। পরে তাঁদের কারাগারে পাঠানো হয়েছে বলেও জানান আইনজীবী ইসমত আরা। 

শিক্ষক নেটওয়ার্ক বন্ধের আহ্বান জানাচ্ছি: রাকসু জিএস আম্মার

রাজশাহী-৫ আসনে জামায়াতের প্রার্থী পরিবর্তন

রাজশাহী বিশ্ববিদ্যালয়: তহবিলের হিসাব না পেয়ে দৃশ্যত স্থবির রাকসু

রাজশাহীতে র‍্যাবের অভিযানে আগ্নেয়াস্ত্র উদ্ধার

রাজশাহীর চরাঞ্চলে শিয়ালের আতঙ্ক, এক রাতে আক্রান্ত ২০০ গরু

বগুড়ায় বিএনপির মিছিলে হামলার মামলায় শ্রমিক লীগ নেতা গ্রেপ্তার

ওসমান হাদি হত্যার বিচার দাবিতে রাজশাহীতে শিক্ষার্থীদের অবস্থান

সিরাজগঞ্জে লাশবাহী গাড়ির সঙ্গে সিমেন্টবোঝাই ট্রাকের সংঘর্ষ, আহত ২

যুবকের হাত-পা কেটে দেওয়ার অভিযোগ জামায়াত-শিবিরের কর্মীদের বিরুদ্ধে

চিড়িয়াখানা ফাঁকা করে আবার প্রাণ ফেরানোর চেষ্টায় রাসিক