হোম > সারা দেশ > রাজশাহী

বড়াইগ্রামে ৭ লাখ টাকার ভেজাল সার-কীটনাশক জব্দ, বিক্রেতার জরিমানা

বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি

নাটোরের বড়াইগ্রামে একটি প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে প্রায় ৭ লাখ টাকার ভেজাল সার ও কীটনাশক জব্দ করেছে উপজেলা প্রশাসন। সেই সঙ্গে বিক্রেতাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

গতকাল বুধবার সন্ধ্যায় উপজেলার মাঝগাঁও বাজারে সোলায়মান মুন্সির দোকানে অভিযান চালিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আবু রাসেল এই আদালত পরিচালনা করেন। এই অভিযানে তাঁর সঙ্গে ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা শারমিন সুলতানা ও বড়াইগ্রাম থানার পুলিশ।

উপজেলা কৃষি কর্মকর্তা শারমিন সুলতানা আজকের পত্রিকাকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে চলমান ভেজাল সার-কীটনাশকবিরোধী অভিযানের অংশ হিসেবে মাঝগাঁও বাজারে অভিযান চালানো হয়। এ সময় সোলায়মান মুন্সির দোকানে অভিযান চালিয়ে নিবন্ধনহীন প্রতিষ্ঠানে প্রস্তুতকৃত ২৯২ কার্টন সার ও বালাইনাশক জব্দ করা হয়, যার আনুমানিক ওজন তিন টন। প্যাকেটের গায়ের মূল্য অনুযায়ী দাম প্রায় ৭ লাখ টাকা।

তিনি আরও জানান, পরে সার ব্যবস্থাপনা আইন ২০০৬-এর ৮ (২) ধারায় রেজিস্ট্রেশনবিহীন সার ও বালাইনাশক মজুত রাখার দায়ে সোলায়মান মুন্সিকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। নিয়ম অনুযায়ী আটককৃত পণ্য ধ্বংস করা হয়।

ইউএনও আবু রাসেল আজকের পত্রিকাকে বলেন, ‘ভেজালবিরোধী অভিযান চলমান থাকবে। কৃষকের সঙ্গে কোনো ধরনের প্রতারণার সুযোগ নাই।’

রাবি অফিসার সমিতি নির্বাচন: বিএনপিপন্থীদের নিরঙ্কুশ জয়, জামায়াতপন্থীদের ভরাডুবি

বিএনপিতে বিরোধ: রাজশাহীর ৪টি আসনে কোন্দল প্রকাশ্যে

তিনটি গরুর সঙ্গে মোটরসাইকেলের তেলও নিয়ে গেছে চোরেরা

তারেক রহমানের প্রত্যাবর্তন: বিএনপির নেতা-কর্মীদের বহনে পশ্চিমে চার জোড়া বিশেষ ট্রেন

চোর সন্দেহে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন: মবের ভুক্তভোগীকে জেল, হাসপাতালে মৃত্যু

কাজ করার পরেও ডিস্টার্ব করতে আসলে ১, ২, ৩, ৪ করে দেব: জিএস আম্মার

‘ছাত্রদল আপনার মতো আম্মারকে ৩০ মিনিটে বের করে দিতে সক্ষম’, ভিডিও ভাইরাল

প্যারোলে মুক্তি পেয়ে বাবার শেষকৃত্যে অংশ নিলেন আওয়ামী লীগ নেতা প্রদ্যুৎ কুমার

রাবিতে পদত্যাগী ছয় ডিনের কাজের দায়িত্বে উপাচার্য ও উপ-উপাচার্যদ্বয়

রাবিতে অরাজক পরিস্থিতি সৃষ্টির ষড়যন্ত্র চলছে: ডিনদের পদত্যাগ ইস্যুতে ছাত্রদল