হোম > সারা দেশ > রাজশাহী

বড়াইগ্রামে ৭ লাখ টাকার ভেজাল সার-কীটনাশক জব্দ, বিক্রেতার জরিমানা

বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি

নাটোরের বড়াইগ্রামে একটি প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে প্রায় ৭ লাখ টাকার ভেজাল সার ও কীটনাশক জব্দ করেছে উপজেলা প্রশাসন। সেই সঙ্গে বিক্রেতাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

গতকাল বুধবার সন্ধ্যায় উপজেলার মাঝগাঁও বাজারে সোলায়মান মুন্সির দোকানে অভিযান চালিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আবু রাসেল এই আদালত পরিচালনা করেন। এই অভিযানে তাঁর সঙ্গে ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা শারমিন সুলতানা ও বড়াইগ্রাম থানার পুলিশ।

উপজেলা কৃষি কর্মকর্তা শারমিন সুলতানা আজকের পত্রিকাকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে চলমান ভেজাল সার-কীটনাশকবিরোধী অভিযানের অংশ হিসেবে মাঝগাঁও বাজারে অভিযান চালানো হয়। এ সময় সোলায়মান মুন্সির দোকানে অভিযান চালিয়ে নিবন্ধনহীন প্রতিষ্ঠানে প্রস্তুতকৃত ২৯২ কার্টন সার ও বালাইনাশক জব্দ করা হয়, যার আনুমানিক ওজন তিন টন। প্যাকেটের গায়ের মূল্য অনুযায়ী দাম প্রায় ৭ লাখ টাকা।

তিনি আরও জানান, পরে সার ব্যবস্থাপনা আইন ২০০৬-এর ৮ (২) ধারায় রেজিস্ট্রেশনবিহীন সার ও বালাইনাশক মজুত রাখার দায়ে সোলায়মান মুন্সিকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। নিয়ম অনুযায়ী আটককৃত পণ্য ধ্বংস করা হয়।

ইউএনও আবু রাসেল আজকের পত্রিকাকে বলেন, ‘ভেজালবিরোধী অভিযান চলমান থাকবে। কৃষকের সঙ্গে কোনো ধরনের প্রতারণার সুযোগ নাই।’

রাজশাহীতে মিনু-মুজিবুরের মনোনয়ন বৈধ

রাজশাহী শহরের চার ফ্লাইওভার: কাজ শুরুর পর নকশা নিয়ে প্রশ্ন

হলফনামা বিশ্লেষণ: রাজশাহীর ৯২ শতাংশ প্রার্থীই উচ্চশিক্ষিত

বিএনপি কর্মীর বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ করতে গিয়ে দুই ঠিকাদার কারাগারে

ঈশ্বরদীতে রাতের খাবার খেয়ে ৩০ শ্রমিক হাসপাতালে

পুলিশ স্বামীর ইউনিফর্ম পরে টিকটকে স্ত্রী, কনস্টেবল প্রত্যাহার

চাঁদা চাইতে গিয়ে পিটুনির শিকার বিএনপির কর্মী

রাবি ক্যাম্পাসে শিক্ষকের গাড়ির ধাক্কায় পা ভাঙল ছাত্রীর

রাজশাহীতে কলার হাটে ট্রাক উল্টে মৃতের সংখ্যা বেড়ে ৫

স্বামীর হাত ধরে ট্রেনে ওঠার সময় দুর্ঘটনায় প্রাণ গেল স্ত্রীর