হোম > সারা দেশ > রাজশাহী

শেরপুরে নিখোঁজের ৫ দিন পর চাতাল শ্রমিকের লাশ উদ্ধার

শেরপুর (বগুড়া) প্রতিনিধি

বগুড়ার শেরপুরে নিখোঁজের ৫ দিন পর আব্দুল মান্নান (৩৮) নামের এক চাতাল শ্রমিকের লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল বুধবার রাতে উপজেলার শাহ বন্দেগী ইউনিয়নের আন্দিকুমড়া গ্রাম থেকে লাশটি উদ্ধার করেছে পুলিশ।

আব্দুল মান্নান উপজেলার আন্দিকুমড়া গ্রামের মৃত মোবারক হোসেনের ছেলে।

আব্দুল মান্নানের পরিবার সূত্রে জানা গেছে, গত ২১ অক্টোবর সকালে স্ত্রীর সঙ্গে ঝগড়া করে বাড়ি থেকে বেরিয়ে যান আব্দুল মান্নান। এরপর থেকে তাঁর খোঁজ পাওয়া যাচ্ছিল না। গতকাল বুধবার রাত ২টার দিকে শামছুল মিলিটারির চাতালের শ্রমিকেরা কাজে যান। এ সময় তাঁরা মান্নানের লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। পরে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে।

এ বিষয়ে শেরপুর থানার উপপরিদর্শক (এসআই) শাহাদত হোসেন বলেন, খবর পেয়ে লাশ উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে, গ্যাস ট্যাবলেট খেয়ে তিনি আত্মহত্যা করেছেন। এ বিষয়ে তাঁর মা খাদিজা খাতুন বাদী হয়ে থানায় অপমৃত্যু মামলা করেছেন।

শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবু কুমার সাহা এ বিষয়ে আজকের পত্রিকাকে বলেন, ময়নাতদন্তের জন্য লাশ বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন পেলে সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

ট্রায়াল দেওয়ার নামে গাড়ি নিয়ে লাপাত্তা যুবদল নেতাকে বহিষ্কার

ব্রেনের চিকিৎসা করতেন এইচএসসি পাস নুরুল, ৬ মাসের জেল

দুই সহযোগীসহ ‘চাঁদাবাজ’ চান সওদাগর আটক, দেশীয় অস্ত্র উদ্ধার

লবণের কার্গো ট্রাকে মিলল ১২৬ কেজি গাঁজা

জামায়াতে ইসলামীতে কেউ স্বাধীনতাবিরোধী নয়: মেজর আখতারুজ্জামান

দেশে ১৭ লাখ ৮০ হাজার শিশু শ্রমে নিযুক্ত: সচিব

রাজশাহীতে হেরোইনসহ দম্পতি গ্রেপ্তার

চাঁপাইনবাবগঞ্জে ২ ভারতীয় নাগরিক আটক, বিএসএফের কাছে হস্তান্তর

প্রক্সির মাধ্যমে ভর্তি হওয়া রাবির তিন শিক্ষার্থীকে বহিষ্কার

সীমান্ত দিয়ে আসা অস্ত্র দেশের নিরাপত্তার জন্য হুমকি: বিজিবির রাজশাহী সেক্টর কমান্ডার