হোম > সারা দেশ > সিরাজগঞ্জ

উল্লাপাড়ায় সবুজ ঘাসে ছেয়ে গেছে গবাদিপশুর চারণভূমি

প্রতিনিধি, উল্লাপাড়া (সিরাজগঞ্জ) 

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় সবুজ ঘাসে ছেয়ে গেছে প্রতিটি মাঠ। গবাদিপশুর চারণ ভূমিতে পরিণত হয়েছে মাঠগুলো। গত ১ মাস আগে উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে বন্যার পানি অস্বাভাবিক ভাবে বৃদ্ধি পাওয়ায় উপজেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়। এতে করে গো-খাদ্যের সংকট দেখা দেওয়ায় দুশ্চিন্তার ভাঁজ পড়ে খামারিদের কপালে। একদিকে পানিতে তলিয়ে যাওয়া কাঁচা ঘাসের সংকট অন্যদিকে খড়, গমের ভুসি, ভুট্টা, খৈলসহ অনন্যা খাদ্যের দাম বেড়ে দ্বিগুণ হয়। কিন্তু বর্তমানে বন্যার পানি মাঠ থেকে নেমে যাওয়ায় খামারিরা আবারও গবাদিপশুকে কাঁচা ঘাস খাওয়াতে শুরু করায় স্বস্তি ফিরেছে। 

সরেজমিনে দেখা যায়, উপজেলার পূর্নিমাগাঁতী ইউনিয়নের কোনাগাঁতী গ্রামের মাঠে খামারি আব্দুর রহিম মনের আনন্দে তাঁর গবাদিপশুগুলোকে মাঠের ঘাস খাওয়াচ্ছেন। বন্যার পানিতে মাঠ তলিয়ে যাওয়ায় গরু লালন পালন করা খুব কষ্ট হয়ে পড়েছিল বলে জানান তিনি। এখন আর মাঠে পানি নেই তাই গরুকে কাঁচা ঘাস খাওয়াতে মাঠে নিয়ে এসেছেন। এতে করে গো-খাদ্যের সংকট অনেক অংশেই কমে গেছে বলে জানান তিনি। 

এ বিষয়ে উল্লাপাড়া উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডা. মোর্শেদ উদ্দিন মুঠোফোনে জানান, উপজেলায় বিভিন্ন ক্যাটাগরিতে প্রায় তিন হাজার খামার রয়েছে। পানি বৃদ্ধি পাওয়ায় এই সকল খামারিরা তাঁদের গবাদিপশুকে অনেক কষ্টে লালন পালন করেছেন। তবে এখন পানি মাঠ থেকে নেমে যাওয়ায় তাঁরা মাঠের কচি ঘাস খাওয়াতে শুরু করেছেন। 

তিনি আরও জানান, রাতে যদি বৃষ্টি হয় পরদিন সকালে কচি ঘাসে সূর্যের আলো পড়লে ওই কচি ঘাসে নাইট্রেট বিষক্রিয়া হতে পারে। সে ক্ষেত্রে ঘাস শুকিয়ে খাওয়ানো ভালো। আর একদম কচি ঘাস খাওয়ানোর চেয়ে বয়স্ক ঘাস খাওয়ানো উচিত।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

ভ্যানচালক ফারুক হত্যা মামলার ৬ আসামি পালানোর সময় গ্রেপ্তার

সিরাজগঞ্জে ৯২৩ ভোটকেন্দ্রের ১৭৮টি ‘অধিক ঝুঁকিপূর্ণ’

নাগরিকত্ব ছেড়ে যুক্তরাজ্যপ্রবাসীর মনোনয়নপত্র দাখিল, হলফনামায় নেই স্বাক্ষর

মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রায় কাঁপছে রাজশাহী

রাজশাহীতে কৃষক লীগ নেত্রী ও আ.লীগ সমর্থক আইনজীবীর মনোনয়নপত্র দাখিল

খালেদা জিয়ার মৃত্যু: শোকে স্তব্ধ বগুড়াবাসী

কম্বল নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৩

শিক্ষক নেটওয়ার্ক বন্ধের আহ্বান জানাচ্ছি: রাকসু জিএস আম্মার

রাজশাহী-৫ আসনে জামায়াতের প্রার্থী পরিবর্তন