হোম > সারা দেশ > চাঁপাইনবাবগঞ্জ

নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন: শোকজের জবাব দিলেন স্বতন্ত্র প্রার্থী সৈয়দ নজরুল

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জ-১ আসনের স্বতন্ত্র প্রার্থী সৈয়দ নজরুল ইসলামকে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে করা শোকজের জবাব দিয়েছেন। আজ শুক্রবার তিনি সশরীরে উপস্থিত হয়ে নির্বাচনী অনুসন্ধান কমিটির চেয়ারম্যান ও সিনিয়র সহকারী জজ এম সারওয়ার জাহানের কাছে লিখিত বক্তব্য প্রদান করেন। 

সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী মো. আব্দুল মমিন বিষয়টি নিশ্চিত করেছেন। 

তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘চাঁপাইনবাবগঞ্জ-১ আসনের নির্বাচন অনুসন্ধান কমিটির চেয়ারম্যান ও সিনিয়র সহকারী জজ এম সারওয়ার জাহানের কাছে সশরীরে উপস্থিত হয়ে সৈয়দ নজরুল ইসলাম তার লিখিত বক্তব্য দাখিল করেছেন। নির্বাচনী অনুসন্ধান কমিটি তা তদন্ত সাপেক্ষে নির্বাচন কমিশন বরাবর প্রেরণ করবে।’ 

এর আগে গতকাল বৃহস্পতিবার নির্বাচনী আচরণবিধি ভঙ্গের অভিযোগে ওই আসনের স্বতন্ত্র প্রার্থী সৈয়দ নজরুল ইসলামকে শোকজ করে নির্বাচন অনুসন্ধান কমিটি। আজ শুক্রবার বেলা ১১টায় সশরীরে উপস্থিত হয়ে এ বিষয়ে লিখিত ব্যাখ্যা প্রদানের জন্য নির্দেশ দেওয়া হয়। 

উল্লেখ্য, গত ২ নভেম্বর স্বতন্ত্র প্রার্থী সৈয়দ নজরুল ইসলাম দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে শিবগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করেন। তিনি জেলা আওয়ামী লীগের সহসভাপতি।

‘অপারেশন জিরো টলারেন্স ফর ফ্যাসিজম’ কর্মসূচি ঘোষণা রাকসুর জিএস আম্মারের

রাজশাহীতে ওসমান হাদির গায়েবানা জানাজা

প্রথম আলো, ডেইলি স্টারসহ সুশীল সংবাদপত্র অবশ্যই বন্ধ করতে হবে: রাকসু ভিপি

বিএনপির ‘বিদ্রোহী’ প্রার্থীর মনোনয়ন ফরম তুললেন দণ্ডিত আসামি, খুঁজে পায় না পুলিশ

ভেকু দিয়ে যুবককে হত্যার ঘটনায় ৭ জনের বিরুদ্ধে মামলা

রাজশাহীতে বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হলো আ.লীগ পরিত্যক্ত কার্যালয়

বগুড়ায় স্ত্রীকে হত্যা করে সেপটিক ট্যাংকে লাশ ফেলে থানায় নিখোঁজের জিডি

রাবিতে আওয়ামীপন্থী ডিনদের পদত্যাগের আলটিমেটাম রাকসুর জিএস আম্মারের

ঋত্বিক ঘটকের পৈতৃক ভিটা ভাঙচুরের সঙ্গে জড়িতদের শাস্তির দাবি

রাজশাহীতে ভারতীয় সহকারী হাইকমিশন অভিমুখে যাত্রা, পুলিশি বাধায় পণ্ড