হোম > সারা দেশ > সিরাজগঞ্জ

সিরাজগঞ্জে সিমেন্টবোঝাই ট্রাকে আগুন

সিরাজগঞ্জ প্রতিনিধি

সিরাজগঞ্জে বঙ্গবন্ধু সেতু পশ্চিম মহাসড়কের নলকায় সিমেন্টবোঝাই ট্রাকে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনায় ট্রাকচালক বাদী হয়ে মামলা দায়ের করবেন বলে জানিয়ে পুলিশ।

আজ শনিবার ভোরে বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কের সিরাজগঞ্জের নলকা ওভারব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে।

ট্রাকচালক রুস্তম আলী বলেন, ‘শুক্রবার রাতে নারায়ণগঞ্জ থেকে সিমেন্ট নিয়ে বগুড়ার দিকে যাচ্ছিলাম। ভোরে ট্রাকটি সিরাজগঞ্জের সলঙ্গা থানার নলকা ওভারব্রিজ এলাকায় পৌঁছালে ট্রাকের ইঞ্জিন বিকল হয়ে পড়ে। পরে আমি ও আমার সহযোগী রনি ট্রাকটি দাঁড় করিয়ে ইঞ্জিন মেরামতের চেষ্টা করি।’

রুস্তম আলী আরও বলেন, ‘মেরামতের সময় মুখে মাস্ক পরা কয়েকজন লোক এসে পেট্রল ঢেলে ট্রাকের কেবিনে আগুন ধরিয়ে দেয়। আমরা বাধা দিতে গেলে তারা আমাদের ভয় দেখায়। ট্রাকে দ্রুত আগুন ছড়িয়ে পড়লে তারা পালিয়ে যায়। এরপর ৯৯৯-এ ফোন দিলে পুলিশ ও ফায়ার সার্ভিস সদস্যরা চলে আসে।’ 

হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল ওয়াদুদ বলেন, কয়েকজন মুখোশধারী দুর্বৃত্ত ট্রাকে আগুন দিয়ে পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ তাৎক্ষণিক ঘটনাস্থলে যায়। আগুনে ট্রাকের কেবিন পুড়ে গেছে। 

এ বিষয়ে সলঙ্গা থানার ওসি এনামুল হক বলেন, ‘ট্রাকে আগুন দেওয়ার ঘটনায় চালক বাদী হয়ে মামলা করতে থানায় এসেছেন। মামলাটি প্রক্রিয়াধীন রয়েছে।’

আচরণবিধি লঙ্ঘন: রাজশাহী-১ আসনের বিএনপির প্রার্থীকে আদালতে তলব

রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের তিন কর্মকর্তাকে চাকরিচ্যুত

গণভোটের ব্যালটের টিক চিহ্ন মানেই ঠিক: আলী রীয়াজ

ট্রায়াল দেওয়ার নামে গাড়ি নিয়ে লাপাত্তা যুবদল নেতাকে বহিষ্কার

ব্রেনের চিকিৎসা করতেন এইচএসসি পাস নুরুল, ৬ মাসের জেল

দুই সহযোগীসহ ‘চাঁদাবাজ’ চান সওদাগর আটক, দেশীয় অস্ত্র উদ্ধার

লবণের কার্গো ট্রাকে মিলল ১২৬ কেজি গাঁজা

জামায়াতে ইসলামীতে কেউ স্বাধীনতাবিরোধী নয়: মেজর আখতারুজ্জামান

দেশে ১৭ লাখ ৮০ হাজার শিশু শ্রমে নিযুক্ত: সচিব

রাজশাহীতে হেরোইনসহ দম্পতি গ্রেপ্তার