হোম > সারা দেশ > সিরাজগঞ্জ

সিরাজগঞ্জে সিমেন্টবোঝাই ট্রাকে আগুন

সিরাজগঞ্জ প্রতিনিধি

সিরাজগঞ্জে বঙ্গবন্ধু সেতু পশ্চিম মহাসড়কের নলকায় সিমেন্টবোঝাই ট্রাকে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনায় ট্রাকচালক বাদী হয়ে মামলা দায়ের করবেন বলে জানিয়ে পুলিশ।

আজ শনিবার ভোরে বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কের সিরাজগঞ্জের নলকা ওভারব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে।

ট্রাকচালক রুস্তম আলী বলেন, ‘শুক্রবার রাতে নারায়ণগঞ্জ থেকে সিমেন্ট নিয়ে বগুড়ার দিকে যাচ্ছিলাম। ভোরে ট্রাকটি সিরাজগঞ্জের সলঙ্গা থানার নলকা ওভারব্রিজ এলাকায় পৌঁছালে ট্রাকের ইঞ্জিন বিকল হয়ে পড়ে। পরে আমি ও আমার সহযোগী রনি ট্রাকটি দাঁড় করিয়ে ইঞ্জিন মেরামতের চেষ্টা করি।’

রুস্তম আলী আরও বলেন, ‘মেরামতের সময় মুখে মাস্ক পরা কয়েকজন লোক এসে পেট্রল ঢেলে ট্রাকের কেবিনে আগুন ধরিয়ে দেয়। আমরা বাধা দিতে গেলে তারা আমাদের ভয় দেখায়। ট্রাকে দ্রুত আগুন ছড়িয়ে পড়লে তারা পালিয়ে যায়। এরপর ৯৯৯-এ ফোন দিলে পুলিশ ও ফায়ার সার্ভিস সদস্যরা চলে আসে।’ 

হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল ওয়াদুদ বলেন, কয়েকজন মুখোশধারী দুর্বৃত্ত ট্রাকে আগুন দিয়ে পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ তাৎক্ষণিক ঘটনাস্থলে যায়। আগুনে ট্রাকের কেবিন পুড়ে গেছে। 

এ বিষয়ে সলঙ্গা থানার ওসি এনামুল হক বলেন, ‘ট্রাকে আগুন দেওয়ার ঘটনায় চালক বাদী হয়ে মামলা করতে থানায় এসেছেন। মামলাটি প্রক্রিয়াধীন রয়েছে।’

রাজশাহীতে কৃষক লীগ নেত্রী ও আ.লীগ সমর্থক আইনজীবীর মনোনয়নপত্র দাখিল

খালেদা জিয়ার মৃত্যু: শোকে স্তব্ধ বগুড়াবাসী

কম্বল নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৩

শিক্ষক নেটওয়ার্ক বন্ধের আহ্বান জানাচ্ছি: রাকসু জিএস আম্মার

রাজশাহী-৫ আসনে জামায়াতের প্রার্থী পরিবর্তন

রাজশাহী বিশ্ববিদ্যালয়: তহবিলের হিসাব না পেয়ে দৃশ্যত স্থবির রাকসু

রাজশাহীতে র‍্যাবের অভিযানে আগ্নেয়াস্ত্র উদ্ধার

রাজশাহীর চরাঞ্চলে শিয়ালের আতঙ্ক, এক রাতে আক্রান্ত ২০০ গরু

বগুড়ায় বিএনপির মিছিলে হামলার মামলায় শ্রমিক লীগ নেতা গ্রেপ্তার

ওসমান হাদি হত্যার বিচার দাবিতে রাজশাহীতে শিক্ষার্থীদের অবস্থান