হোম > সারা দেশ > রাজশাহী

রাজশাহীতে ৭৩৭ গ্রাম হেরোইন উদ্ধার, ইউপি সদস্যসহ আটক ৭

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

রাজশাহীতে র‍্যাব ও পুলিশের যৌথ অভিযানে ৭৩৭ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়েছে। এ সময় ইউনিয়ন পরিষদের (ইউপি) এক সদস্যসহ সাতজনকে আটক করা হয়েছে। গতকাল সোমবার রাতে ও আজ মঙ্গলবার সকালে এসব অভিযান চালানো হয়।

তাঁরা হলেন- রাজশাহীর গোদাগাড়ী পৌরসভার মহিষালবাড়ি মহল্লার বাসিন্দা ইউপি সদস্য জহুরুল ইসলাম (৪০), মাদারপুর ডিমভাঙ্গা মহল্লার নাহিদ হক (২৫), গোদাগাড়ী উপজেলার বিদিরপুর বারোমাইল এলাকার রমজান আলী (২৫), তাঁর মা শেফালী বেগম (৫২), চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার নিচুধুমি গ্রামের জিহাদ আলী (২০), গোদাগাড়ীর বিদিরপুর মাদ্রাসা মোড় এলাকার আবদুর রহিম (৩৭) এবং চারঘাট উপজেলার চামটা মধ্যপাড়া গ্রামের মো. মাইনুল (২৮)।

রাজশাহী জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) পরিদর্শক আবদুল হাই বলেন, গতকাল সোমবার রাত ৮টার দিকে মহিষালবাড়ি এলাকায় জহুরুলের বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় ২০০ গ্রাম হেরোইনসহ জহুরুল ও নাহিদকে আটক করা হয়। এর মধ্যে জহুরুল গোদাগাড়ীর চর আষাড়িয়াদহ ইউপির সদস্য।

রাজশাহী র‍্যাবের বিজ্ঞপ্তিতে জানানো হয়, সোমবার রাত সাড়ে ১২টার দিকে র‍্যাবের মোল্লাপাড়া ক্যাম্পের একটি দল রাজশাহী রেলওয়ে স্টেশন এলাকায় অভিযান চালায়। এ সময় ৪৩৭ গ্রাম হেরোইনসহ রমজান, শেফালী ও জিহাদকে আটক করা হয়।

রাজশাহী নগর পুলিশের মুখপাত্র রফিকুল আলম বলেন, নগর ডিবি পুলিশের একটি দল সোমবার সন্ধ্যায় দামকুড়া থানার হরিপুর এলাকায় অভিযান চালিয়ে ১০০ গ্রাম হেরোইনসহ আবদুর রহিম ও মাইনুলকে আটক করে। এ সময় তাঁদের কাছ থেকে দুটি মোটরসাইকেলও জব্দ করা হয়। 

সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে এই সাতজনকে আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

সীমান্ত দিয়ে আসা অস্ত্র দেশের নিরাপত্তার জন্য হুমকি: বিজিবির রাজশাহী সেক্টর কমান্ডার

বাঘায় অস্ত্র, গুলিসহ যুবক আটক

রাজশাহীতে তাপমাত্রা নামল ৭ ডিগ্রিতে

রাজশাহীর ৬ আসন: দুই দলের ৮ প্রার্থীর ভরসা ধারের টাকা

গাড়িতে মিলল ৩৭ লাখ টাকা, এলজিইডির প্রকৌশলীর বিরুদ্ধে দুদকের মামলা

রাজশাহীতে ৯ স্বতন্ত্র প্রার্থীর সবার মনোনয়নপত্র বাতিল

র‍্যাব পরিচয়ে কম্বল বিতরণের কথা বলে ৫ লাখ টাকা আত্মসাৎ, প্রতারক গ্রেপ্তার

সিরাজগঞ্জে ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে যুবককে নির্যাতন করে হত্যার অভিযোগ বিএসএফের বিরুদ্ধে

‘ত্রুটিপূর্ণ হলফনামা’ দিয়েও বৈধ হলেন বিএনপির প্রার্থী