হোম > সারা দেশ > রাজশাহী

রাবির ৩ শিক্ষার্থীকে বহিরাগতের মারধর

রাজশাহী প্রতিনিধি

ক্যাম্পাসের ভেতর রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) তিন শিক্ষার্থীকে মারধর করেছেন বহিরাগতরা। গতকাল সোমবার সন্ধ্যা ৭টার দিকে বিশ্ববিদ্যালয়ের শেখ রাসেল মাঠের সামনে পুকুর পাড়ে এ ঘটনা ঘটে। এ ঘটনায় বিশ্ববিদ্যালয়ের তিনজন শিক্ষার্থী আহত হন। 

মারধর করে পালানোর সময় ঘটনাস্থল থেকে এক বহিরাগতকে আটক করে প্রক্টরিয়াল বডি। পরে গভীর রাতে মুচলেকা নিয়ে তাঁকে ছেড়ে দেওয়া হয়। 

এ ঘটনায় আহত শিক্ষার্থীরা হলেন, মাসুম পারভেজ শান্ত, রাকিবুল হাসান সৌরভ, হাসিবুল হাসান শুভ। তারা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। এদের মধ্যে হাসিবুলের পায়ের গোড়ালিতে জখম হয়। পরে তাকে বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা কেন্দ্রে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। 

আটক মো. রফিকুল ইসলাম আলী নগরীর ডাশমারী স্কুল মোড়ের বাসিন্দা। বাইরে থেকে ক্যাম্পাসে এসে অশালীন কার্যকলাপ করার প্রতিবাদ করায় তিন শিক্ষার্থীর ওপর হামলা করা হয় বলে জানা গেছে। 

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক আসাবুল হক বলেন, ‘ঘটনার শুরুর দিকে শিক্ষার্থীরা আমাদের কাছে একটি লিখিত অভিযোগ দেয়। আমরা অভিযোগপত্রটি থানায় পাঠিয়েছিলাম। তবে এই ব্যাপারটি নিয়ে যেন বেশি ঝামেলা না হয় সে জন্য আমরা বিষয়টিকে মীমাংসা করেছি। পরে আটক রফিকুলের কাছ থেকে মুচলেকা নিয়ে তাঁকে ছেড়ে দেওয়া হয়।’ 

এনসিপির রাজশাহী জেলা ও মহানগর কমিটির দ্বন্দ্বের জেরে দুই কমিটিই স্থগিত

নাটোরে আদালত প্রাঙ্গণে দুপক্ষের সংঘর্ষ, আটক ৩

রাকসু জিএস আম্মারের ‘মানসিক চিকিৎসা’র দাবিতে ছাত্রদলের মানববন্ধন

আচরণবিধি লঙ্ঘন: জামায়াতের নায়েবে আমিরকে শোকজ

তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে টানানো ব্যানার সরিয়ে আম্মারের ভিডিও পোস্ট

দেশকে পাল্টে দিতে গণভোটে ‘হ্যাঁ’ দিতে হবে: স্বাস্থ্য উপদেষ্টা

নির্বাচনে নিরাপত্তা নিশ্চিত করতে ১ লাখ পুলিশকে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

রাবিতে ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা শুরু, আসনপ্রতি লড়ছেন ৫৯ পরীক্ষার্থী

ভর্তি পরীক্ষায় বসে বাবাকে প্রশ্নপত্রের ছবি পাঠাতে গিয়ে ধরা

রাবিতে ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত