হোম > সারা দেশ > রাজশাহী

রাবির ৩ শিক্ষার্থীকে বহিরাগতের মারধর

রাজশাহী প্রতিনিধি

ক্যাম্পাসের ভেতর রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) তিন শিক্ষার্থীকে মারধর করেছেন বহিরাগতরা। গতকাল সোমবার সন্ধ্যা ৭টার দিকে বিশ্ববিদ্যালয়ের শেখ রাসেল মাঠের সামনে পুকুর পাড়ে এ ঘটনা ঘটে। এ ঘটনায় বিশ্ববিদ্যালয়ের তিনজন শিক্ষার্থী আহত হন। 

মারধর করে পালানোর সময় ঘটনাস্থল থেকে এক বহিরাগতকে আটক করে প্রক্টরিয়াল বডি। পরে গভীর রাতে মুচলেকা নিয়ে তাঁকে ছেড়ে দেওয়া হয়। 

এ ঘটনায় আহত শিক্ষার্থীরা হলেন, মাসুম পারভেজ শান্ত, রাকিবুল হাসান সৌরভ, হাসিবুল হাসান শুভ। তারা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। এদের মধ্যে হাসিবুলের পায়ের গোড়ালিতে জখম হয়। পরে তাকে বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা কেন্দ্রে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। 

আটক মো. রফিকুল ইসলাম আলী নগরীর ডাশমারী স্কুল মোড়ের বাসিন্দা। বাইরে থেকে ক্যাম্পাসে এসে অশালীন কার্যকলাপ করার প্রতিবাদ করায় তিন শিক্ষার্থীর ওপর হামলা করা হয় বলে জানা গেছে। 

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক আসাবুল হক বলেন, ‘ঘটনার শুরুর দিকে শিক্ষার্থীরা আমাদের কাছে একটি লিখিত অভিযোগ দেয়। আমরা অভিযোগপত্রটি থানায় পাঠিয়েছিলাম। তবে এই ব্যাপারটি নিয়ে যেন বেশি ঝামেলা না হয় সে জন্য আমরা বিষয়টিকে মীমাংসা করেছি। পরে আটক রফিকুলের কাছ থেকে মুচলেকা নিয়ে তাঁকে ছেড়ে দেওয়া হয়।’ 

ট্রায়াল দেওয়ার নামে গাড়ি নিয়ে লাপাত্তা যুবদল নেতাকে বহিষ্কার

ব্রেনের চিকিৎসা করতেন এইচএসসি পাস নুরুল, ৬ মাসের জেল

দুই সহযোগীসহ ‘চাঁদাবাজ’ চান সওদাগর আটক, দেশীয় অস্ত্র উদ্ধার

লবণের কার্গো ট্রাকে মিলল ১২৬ কেজি গাঁজা

জামায়াতে ইসলামীতে কেউ স্বাধীনতাবিরোধী নয়: মেজর আখতারুজ্জামান

দেশে ১৭ লাখ ৮০ হাজার শিশু শ্রমে নিযুক্ত: সচিব

রাজশাহীতে হেরোইনসহ দম্পতি গ্রেপ্তার

চাঁপাইনবাবগঞ্জে ২ ভারতীয় নাগরিক আটক, বিএসএফের কাছে হস্তান্তর

প্রক্সির মাধ্যমে ভর্তি হওয়া রাবির তিন শিক্ষার্থীকে বহিষ্কার

সীমান্ত দিয়ে আসা অস্ত্র দেশের নিরাপত্তার জন্য হুমকি: বিজিবির রাজশাহী সেক্টর কমান্ডার