হোম > সারা দেশ > রাজশাহী

অন্তঃসত্ত্বা স্ত্রীকে হত্যার দায়ে মৃত্যুদণ্ড, মালয়েশিয়া যাওয়ার আগমুহূর্তে র‍্যাবের কাছে ধরা

বগুড়া প্রতিনিধি

অন্তঃসত্ত্বা স্ত্রীকে হত্যা করে দীর্ঘ ৯ বছর পলাতক ছিলেন জিয়াউর রহমান জিয়া (৩৭)। সম্প্রতি আদালত পলাতক জিয়াউর রহমানকে মৃত্যুদণ্ডের রায় দেন। রায় জানতে পেরে মালয়েশিয়া পালিয়ে যাওয়া আগমুহূর্তে র‍্যাবের কাছে ধরা পড়েন জিয়াউর রহমান। 

আজ রোববার র‍্যাব-১২ বগুড়া ক্যাম্পের কোম্পানি কমান্ডার পুলিশ সুপার মীর মনির হোসেন এ তথ্য জানিয়েছেন। এর আগে গতকাল শনিবার রাতে গাজীপুর জেলার পোড়াবাড়ী এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তার জিয়াউর রহমান বগুড়া জেলার শিবগঞ্জ থানার শোলাগাড়ী গ্রামের বাসিন্দা। 

জিয়াউরকে গ্রেপ্তারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদের বরাতে র‍্যাব জানায়, ২০১১ সালের ১০ নভেম্বর জিয়াউর রহমান তাঁর চার মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকে শ্বাসরোধে হত্যা করেন। এ ঘটনায় তাঁর শ্বশুর লতিফুল বারী মামলা করেন। 
সেই মামলায় গ্রেপ্তার হয়ে তিন বছর চার মাস জেল খাটেন। জামিনে বের হয়ে ভারতে চলে যান এবং ভারতীয় নাগরিকত্ব নিয়ে সেখানে সুযোগ-সুবিধা ভোগ করতে থাকেন। সেখানে আট মাস থাকার পর ভারতীয় পাসপোর্টে দুবাই চলে যান। দুবাইয়ে ছয় মাস থাকার পর বাংলাদেশে ফিরে গাজীপুর সূত্রাপুর এলাকায় ছদ্মবেশে তিনি আবারও বিয়ে করেন। সবশেষ তিনি গাজীপুরের সূত্রাপুর এলাকায় কসমেটিকস ব্যবসার পাশাপাশি বিভিন্ন গার্মেন্টসে চাকরি করতেন। 

র‍্যাব জানায়, ২০২৩ সালের আগস্ট মাসে আসামি জিয়ার মৃত্যুদণ্ডের আদেশ দেন আদালত। রায় জানতে পেরে জিয়াউর রহমান গাজীপুরের ঠিকানায় বাংলাদেশি পাসপোর্ট তৈরি করে মালয়েশিয়া যাওয়ার প্রস্তুতি সম্পন্ন করেন। গতকাল রাতেই মালয়েশিয়া যাওয়ার বিমানের ফ্লাইট ছিল। গ্রেপ্তার জিয়াউর রহমানকে পুলিশের কাছে সোপর্দ করা হবে।

১৮ দিন পর অপহৃত গরু ব্যবসায়ীর লাশ মিলল পদ্মা নদীতে

জাতীয় নির্বাচনের আগেই শাকসু দাবি রাবি শিবিরের

এনসিপির রাজশাহী জেলা ও মহানগর কমিটির দ্বন্দ্বের জেরে দুই কমিটিই স্থগিত

নাটোরে আদালত প্রাঙ্গণে দুপক্ষের সংঘর্ষ, আটক ৩

রাকসু জিএস আম্মারের ‘মানসিক চিকিৎসা’র দাবিতে ছাত্রদলের মানববন্ধন

আচরণবিধি লঙ্ঘন: জামায়াতের নায়েবে আমিরকে শোকজ

তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে টানানো ব্যানার সরিয়ে আম্মারের ভিডিও পোস্ট

দেশকে পাল্টে দিতে গণভোটে ‘হ্যাঁ’ দিতে হবে: স্বাস্থ্য উপদেষ্টা

নির্বাচনে নিরাপত্তা নিশ্চিত করতে ১ লাখ পুলিশকে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

রাবিতে ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা শুরু, আসনপ্রতি লড়ছেন ৫৯ পরীক্ষার্থী