হোম > সারা দেশ > সিরাজগঞ্জ

এনায়েতপুরে ইউপি চেয়ারম্যান বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন 

প্রতিনিধি, সিরাজগঞ্জ 

ব্যক্তি মালিকানাধীন জমিতে অবৈধ ভাবে বালু মহাল স্থাপনের প্রতিবাদে সিরাজগঞ্জের রাশেদুল ইসলাম সিরাজ নামের এক চেয়ারম্যানের বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন করেছে এলাকাবাসী। রাশেদুল এনায়েতপুর থানার সদিয়া চাঁদপুর ইউনিয়নের চেয়ারম্যান। 

আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে এনায়েতপুর-সিরাজগঞ্জ আঞ্চলিক সড়কের বেতিল বাজারে এই সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়। 

এ কর্মসূচিতে বক্তব্য রাখেন এনায়েতপুর থানা আওয়ামী লীগের সাবেক সহ সভাপতি জাহাঙ্গীর আলম জাহিদ, আওয়ামী লীগ নেতা মনিরুজ্জামান মনি, যুবলীগ নেতা হাফিজুর রহমান হাফিজ সহ প্রমুখ। এতে সভাপতিত্ব করেন সদিয়া চাঁদপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি সিরাজুল আলম মাস্টার। 

বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে যমুনার চরের ব্যক্তি মালিকানাধীন জমিতে জোরপূর্বক অবৈধ ভাবে ড্রেজার দিয়ে বালু উত্তোলন করে বিক্রি করছেন চেয়ারম্যান। এ ছাড়া গত জুন মাসে তাঁদের ব্যক্তিগত জমিতে বালু মহাল করার জন্য ডিসির কাছে আবেদন করেছেন। তাঁর এই অপতৎপরতা বক্তারা কখনো মেনে নেবেন না বলে জানান। যদি বালু মহালের অনুমতি দেওয়া হয় তবে হাজার হাজার মানুষ লংমার্চ ও ডিসি অফিস ঘেরাও কর্মসূচি দেবেন বলে হুঁশিয়ারি দেন বক্তারা। 

প্রশাসনের কাছে তাঁদের দাবি তাঁর বিরুদ্ধে দ্রুত পদক্ষেপ নেওয়া হোক। তা না হলে যে কোন মূল্যে তার অত্যাচার প্রতিহত করা হবে। এ কর্মসূচিতে চরের ১০ / ১৫টি গ্রামের বিভিন্ন স্তরের মানুষ অংশ গ্রহণ করে। 

সিরাজগঞ্জে অডিটরিয়ামের ওয়াশরুম থেকে বৃদ্ধের লাশ উদ্ধার

জয়পুরহাটে ট্রাক–ভ্যান সংঘর্ষে নিহত ১

সাজিদের মৃত্যুতে রাষ্ট্রের কাছে ৫ কোটি টাকা ক্ষতিপূরণ দাবি

দুর্গাপুরে বধ্যভূমিতে শহীদদের স্মরণে শ্রদ্ধা ও মোনাজাত

রাকসুর জিএসকে ‘হত্যার হুমকি’ দিয়ে নিষিদ্ধ ছাত্রলীগ নেতার ফেসবুক পোস্ট

বগুড়ায় ট্রাক-অটোরিকশার সংঘর্ষে চালক নিহত, আহত তিন

গভীর নলকূপ খনন: বরেন্দ্রজুড়ে শত শত মৃত্যুকূপ

শিশু সাজিদের শেষ বিদায়ে হাজারো মানুষের ঢল

আমার একটা কলিজা হারায় ফেলছি, বিচার চাই: সাজিদের বাবা

প্রাথমিকে শতভাগ বই, মাধ্যমিকে এল অর্ধেক