হোম > সারা দেশ > রাজশাহী

বিয়ের ৩ বছর পর স্বামীর বিরুদ্ধে আদালতে ধর্ষণ মামলা

সিরাজগঞ্জ প্রতিনিধি

তিন বছর সংসার করার পর স্বামীর বিরুদ্ধে ধর্ষণ মামলা করেছেন এক তরুণী। সিরাজগঞ্জ সদর উপজেলার কালিয়া হরিপুর ইউনিয়নের কালিয়া গ্রামে এ ঘটনা ঘটে। বিষয়টি এলাকায় বেশ আলোচনার জন্ম দিয়েছে। 

দুজনের মধ্যে বনিবনা না হওয়ায় গত ৬ জুন তরুণীকে তালাকনামা পাঠান স্বামী। এরপর ২৭ জুলাই স্বামীর বিরুদ্ধে আদালতে ধর্ষণ মামলা করা হয়। 

স্বামী অভিযোগ করে বলেন, ‘বিয়ের আগে স্ত্রীর সঙ্গে অন্য এক ছেলের প্রেম ছিল। সেটা গোপন করে আমার সঙ্গে বিয়ে দেওয়া হয়। বিয়ের পরও গোপনে ওই ছেলের সঙ্গে মোবাইলে কথা বলা চালিয়ে যায়। তাদের কথোপকথনের রেকর্ডও আমার কাছে আছে। একপর্যায়ে বিষয়টি আমি তাঁর মা-বাবাকে জানাই। কিন্তু তাঁরা বিষয়টি অস্বীকার করেন। এরপর হঠাৎ গত ১ জানুয়ারি তাঁরা আমার বাড়িতে এসে মেয়েকে নিয়ে চলে যান। এরপর আর আমার বাড়ি পাঠায়নি।’ 

স্বামী বলেন, ‘আমি বিষয়টি পারিবারিকভাবে মীমাংসা করার চেষ্টা করেছি। এ নিয়ে স্থানীয় মুরব্বিদের নিয়ে বেশ কয়েকবার সালিসও হয়েছিল। কিন্তু তাঁরা কোনোভাবেই বিষয়টি সমাধান করতে রাজি হননি।’ 

 ‘এভাবে ছয় মাস পার হওয়ার পর আমি স্ত্রীকে ডিভোর্স (তালাক) দেওয়ার সিদ্ধান্ত নিই। গত ৬ জুন মেয়ের (স্ত্রী) বাড়িতে তালাকনামা পাঠাই। এরপর ২৭ জুলাই তাঁরা আমার বিরুদ্ধে ধর্ষণ মামলা করেন।’ 

বিয়ের সময় মেয়ের (স্ত্রী) বয়স ১৮ না হওয়ায় কাবিননামা করা হয়নি। এই সুযোগে তাঁর বিরুদ্ধে ধর্ষণ মামলা দিয়ে হয়রানি করার চেষ্টা করছে বলে অভিযোগ করেন স্বামী। 

মেয়ের বাবা বলেন, ‘মেয়েকে ডিভোর্স দেওয়ার কারণে ছেলের বিরুদ্ধে মামলা করা হয়েছে। এ বিষয়ে আমি আর কিছু বলতে পারব না।’ মেয়ের চাচা বলেন, ‘বিষয়টি নিয়ে মামলা চলছে। এ অবস্থায় কিছু বলতে পারব না।’ 

এ ব্যাপারে স্থানীয় ইউপি সদস্য বলেন, ‘বিষয়টি মীমাংসার জন্য প্রায় এক মাস আগে আমরা মুরব্বিদের নিয়ে বসেছিলাম। বিয়ের দেনমোহর ছিল ৭ লাখ টাকা। এ জন্য আমরা ছেলেপক্ষকে ৭ লাখ টাকা দিতে বলেছিলাম। কিন্তু মেয়েপক্ষ সেটা মানেনি। পরে জানতে পারি, তারা নাকি ছেলের বিরুদ্ধে ধর্ষণ মামলা করেছে।’

 

আচরণবিধি লঙ্ঘন: রাজশাহী-১ আসনের বিএনপির প্রার্থীকে আদালতে তলব

রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের তিন কর্মকর্তাকে চাকরিচ্যুত

গণভোটের ব্যালটের টিক চিহ্ন মানেই ঠিক: আলী রীয়াজ

ট্রায়াল দেওয়ার নামে গাড়ি নিয়ে লাপাত্তা যুবদল নেতাকে বহিষ্কার

ব্রেনের চিকিৎসা করতেন এইচএসসি পাস নুরুল, ৬ মাসের জেল

দুই সহযোগীসহ ‘চাঁদাবাজ’ চান সওদাগর আটক, দেশীয় অস্ত্র উদ্ধার

লবণের কার্গো ট্রাকে মিলল ১২৬ কেজি গাঁজা

জামায়াতে ইসলামীতে কেউ স্বাধীনতাবিরোধী নয়: মেজর আখতারুজ্জামান

দেশে ১৭ লাখ ৮০ হাজার শিশু শ্রমে নিযুক্ত: সচিব

রাজশাহীতে হেরোইনসহ দম্পতি গ্রেপ্তার