হোম > সারা দেশ > চাঁপাইনবাবগঞ্জ

চাঁপাইনবাবগঞ্জে বিএসএফের গুলিতে যুবক আহত

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে নদীতে মাছ ধরতে গিয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে এক বাংলাদেশি আহত হয়েছেন। আজ শনিবার ভোরে উপজেলার পোল্লাডাঙ্গা সীমান্তে মহানন্দা নদীতে এ ঘটনা ঘটে। ৫৯ বিজিবির অধিনায়ক লে. কর্নেল গোলাম কিবরিয়া এ তথ্য নিশ্চিত করেছেন।

আহত বাংলাদেশি যুবকের নাম জাহাঙ্গীর আলম (২৫)। তিনি ভোলাহাট উপজেলার কলোনিপাড়ার আব্দুল কুদ্দুসের ছেলে। 

শনিবার সকাল সাড়ে ৯টার দিকে জাহাঙ্গীরকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি এখন হাসপাতালের ২ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন। 

জাহাঙ্গীর আলম জানান, সকালে মাছ ধরার জন্য তিনি পোলাডাঙ্গা সীমান্ত এলাকায় নদীতে যান। এ সময় বিএসএফ সদস্যরা তাকে লক্ষ্য করে গুলি ছোড়েন। এ সময় তিনি হাতে গুলিবিদ্ধ হন। 

লে. কর্নেল গোলাম কিবরিয়া বলেন, ভোরে মহানন্দা নদীতে মাছ ধরতে গিয়ে জাহাঙ্গীর ভারতীয় অংশে চলে যায়। এ সময় বিএসএফ গুলি চালালে তিনি আহত হন। জাহঙ্গীরের ডান হাতের কনুইয়ে গুলি লেগেছে। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে প্রথমে ভোলাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করেন। পরে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এ ঘটনায় বিজিবির পক্ষ থেকে তীব্র প্রতিবাদ জানিয়ে বিএসএফের কাছে চিঠি পাঠানো হয়েছে।

রাজশাহীতে তাপমাত্রা নামল ৭ ডিগ্রিতে

রাজশাহীর ৬ আসন: দুই দলের ৮ প্রার্থীর ভরসা ধারের টাকা

গাড়িতে মিলল ৩৭ লাখ টাকা, এলজিইডির প্রকৌশলীর বিরুদ্ধে দুদকের মামলা

রাজশাহীতে ৯ স্বতন্ত্র প্রার্থীর সবার মনোনয়নপত্র বাতিল

র‍্যাব পরিচয়ে কম্বল বিতরণের কথা বলে ৫ লাখ টাকা আত্মসাৎ, প্রতারক গ্রেপ্তার

সিরাজগঞ্জে ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে যুবককে নির্যাতন করে হত্যার অভিযোগ বিএসএফের বিরুদ্ধে

‘ত্রুটিপূর্ণ হলফনামা’ দিয়েও বৈধ হলেন বিএনপির প্রার্থী

পদ্মার চরে দুই মাসের মাথায় আবারও দুর্বৃত্তের গুলিতে যুবক খুন

রাজশাহীতে মিনু-মুজিবুরের মনোনয়ন বৈধ