হোম > সারা দেশ > চাঁপাইনবাবগঞ্জ

চাঁপাইনবাবগঞ্জে বিএসএফের গুলিতে যুবক আহত

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে নদীতে মাছ ধরতে গিয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে এক বাংলাদেশি আহত হয়েছেন। আজ শনিবার ভোরে উপজেলার পোল্লাডাঙ্গা সীমান্তে মহানন্দা নদীতে এ ঘটনা ঘটে। ৫৯ বিজিবির অধিনায়ক লে. কর্নেল গোলাম কিবরিয়া এ তথ্য নিশ্চিত করেছেন।

আহত বাংলাদেশি যুবকের নাম জাহাঙ্গীর আলম (২৫)। তিনি ভোলাহাট উপজেলার কলোনিপাড়ার আব্দুল কুদ্দুসের ছেলে। 

শনিবার সকাল সাড়ে ৯টার দিকে জাহাঙ্গীরকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি এখন হাসপাতালের ২ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন। 

জাহাঙ্গীর আলম জানান, সকালে মাছ ধরার জন্য তিনি পোলাডাঙ্গা সীমান্ত এলাকায় নদীতে যান। এ সময় বিএসএফ সদস্যরা তাকে লক্ষ্য করে গুলি ছোড়েন। এ সময় তিনি হাতে গুলিবিদ্ধ হন। 

লে. কর্নেল গোলাম কিবরিয়া বলেন, ভোরে মহানন্দা নদীতে মাছ ধরতে গিয়ে জাহাঙ্গীর ভারতীয় অংশে চলে যায়। এ সময় বিএসএফ গুলি চালালে তিনি আহত হন। জাহঙ্গীরের ডান হাতের কনুইয়ে গুলি লেগেছে। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে প্রথমে ভোলাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করেন। পরে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এ ঘটনায় বিজিবির পক্ষ থেকে তীব্র প্রতিবাদ জানিয়ে বিএসএফের কাছে চিঠি পাঠানো হয়েছে।

আন্দোলনের মুখে রাবিতে আওয়ামীপন্থী ছয় ডিনের পদত্যাগ

নিরাপত্তা শঙ্কায় রাবি শিক্ষকের ক্লাস-পরীক্ষা বর্জন

ওসমান হাদি ভোটের রাজনীতিতে বিশ্বাস করতেন: তারেক রহমান

রাবির ৬ ডিনের পদত্যাগ দাবি: ভিসি, প্রো-ভিসির দপ্তরে তালার পর সভা, সিদ্ধান্ত রাতে

শিশু সাজিদের পরিবারকে অনুদান দিল জামায়াত

বগুড়ায় ট্রাকচাপায় কলেজছাত্র নিহত

দুই ধান ব্যবসায়ীর ১০ লাখ টাকা ও কৃষকের তিনটি গরু চুরি

রাবিতে ৬ ডিনের চেম্বারে তালা, দায়িত্ব ছাড়তে রাজি হয়েছেন বলে জানালেন জিএস আম্মার

‘অপারেশন জিরো টলারেন্স ফর ফ্যাসিজম’ কর্মসূচি ঘোষণা রাকসুর জিএস আম্মারের

রাজশাহীতে ওসমান হাদির গায়েবানা জানাজা