হোম > সারা দেশ > রাজশাহী

পদ্মার চরে বিষ টোপ দিয়ে অতিথি পাখি হত্যা, যুবকের তিন দিনের জেল

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

চারটি মৃত পাতি তিলিহাঁসসহ যুবককে আটক করা হয়। ছবি: আজকের পত্রিকা

রাজশাহীতে পদ্মা নদীর চরে বিষ টোপ দিয়ে অতিথি পাখি হত্যার দায়ে লিটন হোসেন নামে এক যুবককে তিন দিনের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। আজ মঙ্গলবার সকালে নগরের শ্রীরামপুর এলাকায় তাঁকে আটক করেন নৌ পুলিশ ও বন বিভাগের কর্মকর্তারা। এ সময় তাঁর কাছ থেকে চারটি মৃত পাতি তিলিহাঁস এবং প্রায় ৩০০ মিটার কারেন্ট জাল জব্দ করা হয়।

দণ্ডপ্রাপ্ত যুবকের নাম লিটন হোসেন। তিনি ওই এলাকার মৃত তাজি মণ্ডলের ছেলে।

নৌ পুলিশের রাজশাহী অঞ্চলের পরিদর্শক উজ্জ্বল হোসেন বলেন, লিটন বিষ টোপ দিয়ে পাখি শিকার করে। খবর পেয়ে নৌ পুলিশ ও বন বিভাগের যৌথ অভিযানে তাঁকে চারটি মৃত পাতি তিলিহাঁসসহ আটক করা হয়। নদী পাড়েই তাঁকে তিন দিনের কারাদণ্ড দেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আশিক জামান। পরে তাঁকে কারাগারে পাঠানো হয়।

বন বিভাগের বন্যপ্রাণী পরিদর্শক জাহাঙ্গীর কবির বলেন, লিটন রাতে পদ্মার চরে বিষ টোপ দেন। এই বিষ টোপ খেয়ে পাখি মারা যায়। সকালে লিটন মৃত পাখিগুলো নিয়ে গলা কেটে নগরের বিভিন্ন হোটেল রেস্তোরাঁয় সরবরাহ করে। সন্দেহ এড়াতে লিটন মাছ ধরার নাম করে কারেন্ট জাল নিয়ে চরে যেতেন। তাঁর আসল কাজ ছিল বিষ টোপে পাখি হত্যা করা।

প্রতিবছর শীত মৌসুমে রাজশাহীর পদ্মা নদীর চরে ঝাঁকে ঝাঁকে অতিথি বা পরিযায়ী পাখি আসে। শিকারিরা চরে বিষ টোপ দিয়ে পাখি শিকার করে। গত ৯ জানুয়ারি শ্রীরামপুর এলাকার এক শিকারির বাড়ি থেকে ৯টি জবাই করা চখাচখি পাখি উদ্ধার করে বন বিভাগ। তবে বন বিভাগের কর্মকর্তাদের উপস্থিতি টের পেয়ে শিকারি পালিয়ে যায়।

রাবিতে ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা শুরু, আসনপ্রতি লড়ছেন ৫৯ পরীক্ষার্থী

ভর্তি পরীক্ষায় বসে বাবাকে প্রশ্নপত্রের ছবি পাঠাতে গিয়ে ধরা

রাবিতে ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

‎রাবিতে ভর্তি পরীক্ষায় ডিপসিক এআইয়ে উত্তর খুঁজছিল এক পরীক্ষার্থী

প্রতীক বরাদ্দের আগেই ফেসবুকে প্রচার, প্রার্থীকে আদালতে তলব

রাজশাহীতে প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১

নির্বাচনে ব্যাপক প্রভাব কালোটাকার: বদিউল আলম

রাবিতে ভর্তি পরীক্ষা শুরু কাল, মানতে হবে যেসব নির্দেশনা

আচরণবিধি লঙ্ঘন: রাজশাহী-১ আসনের বিএনপির প্রার্থীকে আদালতে তলব

রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের তিন কর্মকর্তাকে চাকরিচ্যুত