হোম > সারা দেশ > রাজশাহী

ব্যাংকের ভেতর থেকে গ্রাহকের ৫ লাখ টাকা উধাও

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

রাজশাহীতে সোনালী ব্যাংকের আলুপট্টি করপোরেট শাখা থেকে গ্রাহকের ৫ লাখ টাকা খোয়া যাওয়ার অভিযোগ পাওয়া গেছে। কৌশলে কেউ গ্রাহকের টাকার ব্যাগ নিয়ে মুহূর্তেই উধাও হয়ে গেছে। 

গতকাল বৃহস্পতিবার দুপুর ১টার দিকে এ ঘটনা ঘটে। ঘটনার পর তাৎক্ষণিক পুলিশকে জানানো হলেও টাকা উদ্ধার হয়নি। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছে। 

ভুক্তভোগী হলেন নগরীর বালিয়াপুকুর শিক্ষা নিকেতনের সহকারী শিক্ষক আবদুল গফুর। 

আবদুল গফুর জানান, সোনালী ব্যাংকের আলুপট্টি শাখায় ৫ লাখ টাকা জামা দিতে যান। এরপর টাকার ব্যাগ পাশে রেখে জমা বই পূরণ করছিলেন। এরই মধ্যে তাঁর পাশে থাকা টাকার ব্যাগটি দেখতে পাননি তিনি। ভুক্তভোগীর ধারণা, সংঘবদ্ধ চক্রের সদস্যরা এই টাকার ব্যাগটি নিয়ে মুহূর্তের মধ্যেই সটকে পড়ে। 

সিসিটিভিতে টাকা নিয়ে উধাও হওয়ার দৃশ্য ধরা পড়ে। এ ঘটনার পর তিনি সঙ্গে বিষয়টি পুলিশ ও ব্যাংক কর্মকর্তাদের বিষয়টি অবহিত করেন। পরে পুলিশ এসে সিসিটিভি ফুটেজ উদ্ধার করেন। এ ঘটনায় তিনি নগরীর বোয়ালিয়া থানায় মামলা দায়ের করেছেন। 

এ ঘটনায় নগরীর বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম বলেন, ‘ঘটনার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। সিসিটিভি ফুটেজ সংগ্রাহ করা হয়েছে। পুলিশ আসামি ধরতে অভিযানও শুরু করেছে।’ 

এনসিপির রাজশাহী জেলা ও মহানগর কমিটির দ্বন্দ্বের জেরে দুই কমিটিই স্থগিত

নাটোরে আদালত প্রাঙ্গণে দুপক্ষের সংঘর্ষ, আটক ৩

রাকসু জিএস আম্মারের ‘মানসিক চিকিৎসা’র দাবিতে ছাত্রদলের মানববন্ধন

আচরণবিধি লঙ্ঘন: জামায়াতের নায়েবে আমিরকে শোকজ

তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে টানানো ব্যানার সরিয়ে আম্মারের ভিডিও পোস্ট

দেশকে পাল্টে দিতে গণভোটে ‘হ্যাঁ’ দিতে হবে: স্বাস্থ্য উপদেষ্টা

নির্বাচনে নিরাপত্তা নিশ্চিত করতে ১ লাখ পুলিশকে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

রাবিতে ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা শুরু, আসনপ্রতি লড়ছেন ৫৯ পরীক্ষার্থী

ভর্তি পরীক্ষায় বসে বাবাকে প্রশ্নপত্রের ছবি পাঠাতে গিয়ে ধরা

রাবিতে ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত