নিজস্ব প্রতিবেদক, রাজশাহী
বিনা টিকিটে ভ্রমণ করায় ঢাকা-রাজশাহী রুটে চলাচলকারী পদ্মা এক্সপ্রেস ট্রেনের ৭১ যাত্রীকে জরিমানা করা হয়েছে। আজ সোমবার সকালে পশ্চিমাঞ্চল রেলওয়ের মহাব্যবস্থাপক অসীম কুমার তালুকদার এ তথ্য নিশ্চিত করেন।
এর আগে গতকাল রোববার রেলওয়ের মহাব্যবস্থাপক অসীম কুমার তালুকদার এ অভিযান চালান।
অসীম কুমার তালুকদার জানান, ঢাকা থেকে রাজশাহী আসার পথে তিনি এ অভিযান চালান। অভিযানে টিকিটবিহীন যাত্রী শনাক্ত করা হয় ৭১ জন। এদের কাছ থেকে জরিমানাসহ ২২ হাজার ৮৮০ টাকা আদায় করা হয়েছে। আদায় করা রাষ্ট্রীয় কোষাগারে জমা দেওয়া হয়েছে।