হোম > সারা দেশ > সিরাজগঞ্জ

সিরাজগঞ্জে দুই মামলায় বিএনপির ৪০০ জন আসামি, গ্রেপ্তার ১১

সিরাজগঞ্জ প্রতিনিধি

সিরাজগঞ্জে বিএনপির পদযাত্রা ও আওয়ামী লীগের শান্তি সমাবেশকে কেন্দ্র করে সংঘর্ষ, মোটরসাইকেল ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগে বিএনপির ৩৮৬ জন নেতা-কর্মীর নাম উল্লেখসহ অজ্ঞাত ৪০০ জনকে আসামি করে পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে। এতে বিএনপির ১১ নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গতকাল রোববার রাত থেকে আজ সোমবার দুপুর পর্যন্ত শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। এ নিয়ে গত তিন দিনে জেলা যুবদলের সভাপতিসহ বিএনপির ৬৩ নেতা-কর্মীকে গ্রেপ্তার করে পুলিশ। 

মামলার তদন্তকারী কর্মকর্তা ও সিরাজগঞ্জ সদর থানার উপপরিদর্শক (এসআই) শাহীন মিয়া এ তথ্য নিশ্চিত করেছেন। 

গত শনিবার সিরাজগঞ্জে বিএনপির পদযাত্রা ও আওয়ামী লীগের শান্তি সমাবেশকে কেন্দ্র করে সদর উপজেলার কালিয়া হরিপুর ইউনিয়নের পাইকপাড়া বাজারে উভয় দলের নেতা-কর্মীদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় অন্তত ১২টি মোটরসাইকেলে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। এ ছাড়া বেশ কয়েকটি দোকানপাট ও বসতবাড়িতে হামলার ঘটনাও ঘটে। এ সময় উভয় পক্ষের অন্তত ১০ জন নেতা-কর্মী আহত হয়েছেন বলে জানা গেছে। 

শনিবার রাতে সিরাজগঞ্জ সদর থানায় মামলা দুটি দায়ের করেন সিরাজগঞ্জ সদর থানার উপপরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম ও সদর উপজেলার কালিয়া হরিপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন। 

রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের তিন কর্মকর্তাকে চাকরিচ্যুত

গণভোটের ব্যালটের টিক চিহ্ন মানেই ঠিক: আলী রীয়াজ

ট্রায়াল দেওয়ার নামে গাড়ি নিয়ে লাপাত্তা যুবদল নেতাকে বহিষ্কার

ব্রেনের চিকিৎসা করতেন এইচএসসি পাস নুরুল, ৬ মাসের জেল

দুই সহযোগীসহ ‘চাঁদাবাজ’ চান সওদাগর আটক, দেশীয় অস্ত্র উদ্ধার

লবণের কার্গো ট্রাকে মিলল ১২৬ কেজি গাঁজা

জামায়াতে ইসলামীতে কেউ স্বাধীনতাবিরোধী নয়: মেজর আখতারুজ্জামান

দেশে ১৭ লাখ ৮০ হাজার শিশু শ্রমে নিযুক্ত: সচিব

রাজশাহীতে হেরোইনসহ দম্পতি গ্রেপ্তার

চাঁপাইনবাবগঞ্জে ২ ভারতীয় নাগরিক আটক, বিএসএফের কাছে হস্তান্তর