হোম > সারা দেশ > রাজশাহী

রাজশাহীতে আগ্নেয়াস্ত্রসহ চোরাকারবারি গ্রেপ্তার

রাবি প্রতিনিধি

রাজশাহীতে আগ্নেয়াস্ত্র ও মাদকসহ সেলিম আলী নামে এক চোরাকারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বুধবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে চারঘাটের বনকিশোর বাজারের বনকিশোর উচ্চবিদ্যালয় খেলার মাঠ থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। এ সময় ২টি আগ্নেয়াস্ত্র, ৫০০ গ্রাম হেরোইন, ৫২ বোতল ফেনসিডিল ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়। 

আজ বৃহস্পতিবার দুপুরে নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলন করে বিষয়টি নিশ্চিত করেছেন রাজশাহীর পুলিশ সুপার (এসপি) সাইফুর রহমান। 

গ্রেপ্তারকৃত সেলিম আলীর বাড়ি চারঘাটের ঝিকরা গ্রামে। তাঁর বিরুদ্ধে আগে হত্যা ও মাদকসহ মোট সাতটি মামলা রয়েছে।

এসপি সাইফুর রহমান বলেন, গতকাল দুপুরে জেলা ডিবি পুলিশের একটি টিম চারঘাট থানা এলাকায় অবস্থান করছিল। গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশ জানতে পারে চারঘাটের বনকিশোর বাজারের বনকিশোর উচ্চবিদ্যালয় খেলার মাঠে বিক্রির উদ্দেশ্যে একজন মাদক কারবারি অবৈধ অস্ত্র ও মাদক নিয়ে অবস্থান করছেন। পরে অভিযান চালিয়ে আসামির দেহ তল্লাশি করে অস্ত্র উদ্ধার করা হয়। এ সময় আসামির মোটরসাইকেলে বিশেষ কায়দায় রাখা মাদক উদ্ধার করা হয়। আসামির বিরুদ্ধে চারঘাট থানায় দুটি পৃথক মামলা করা হয়েছে।

এসপি আরও বলেন, নির্বাচনী বছরে জনগণের মাঝে ভীতি সঞ্চার করতে অস্ত্র কারবারিরা সক্রিয়। তবে পুলিশ এদের বিরুদ্ধে সোচ্চার রয়েছে।

প্রথম আলো, ডেইলি স্টারসহ সুশীল সংবাদপত্র অবশ্যই বন্ধ করতে হবে: রাকসু ভিপি

বিএনপির ‘বিদ্রোহী’ প্রার্থীর মনোনয়ন ফরম তুললেন দণ্ডিত আসামি, খুঁজে পায় না পুলিশ

ভেকু দিয়ে যুবককে হত্যার ঘটনায় ৭ জনের বিরুদ্ধে মামলা

রাজশাহীতে বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হলো আ.লীগ পরিত্যক্ত কার্যালয়

বগুড়ায় স্ত্রীকে হত্যা করে সেপটিক ট্যাংকে লাশ ফেলে থানায় নিখোঁজের জিডি

রাবিতে আওয়ামীপন্থী ডিনদের পদত্যাগের আলটিমেটাম রাকসুর জিএস আম্মারের

ঋত্বিক ঘটকের পৈতৃক ভিটা ভাঙচুরের সঙ্গে জড়িতদের শাস্তির দাবি

রাজশাহীতে ভারতীয় সহকারী হাইকমিশন অভিমুখে যাত্রা, পুলিশি বাধায় পণ্ড

আবাদি জমিতে পুকুর খননে বাধা, কৃষককে এক্সকাভেটরের নিচে ফেলে হত্যা

ইউপি সদস্যের কার্যালয়ে আটকে রাখা ব্যক্তির লাশ উদ্ধার, নির্যাতনে মৃত্যুর অভিযোগ