রাজশাহীতে আগ্নেয়াস্ত্র ও মাদকসহ সেলিম আলী নামে এক চোরাকারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বুধবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে চারঘাটের বনকিশোর বাজারের বনকিশোর উচ্চবিদ্যালয় খেলার মাঠ থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। এ সময় ২টি আগ্নেয়াস্ত্র, ৫০০ গ্রাম হেরোইন, ৫২ বোতল ফেনসিডিল ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়।
আজ বৃহস্পতিবার দুপুরে নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলন করে বিষয়টি নিশ্চিত করেছেন রাজশাহীর পুলিশ সুপার (এসপি) সাইফুর রহমান।
গ্রেপ্তারকৃত সেলিম আলীর বাড়ি চারঘাটের ঝিকরা গ্রামে। তাঁর বিরুদ্ধে আগে হত্যা ও মাদকসহ মোট সাতটি মামলা রয়েছে।
এসপি সাইফুর রহমান বলেন, গতকাল দুপুরে জেলা ডিবি পুলিশের একটি টিম চারঘাট থানা এলাকায় অবস্থান করছিল। গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশ জানতে পারে চারঘাটের বনকিশোর বাজারের বনকিশোর উচ্চবিদ্যালয় খেলার মাঠে বিক্রির উদ্দেশ্যে একজন মাদক কারবারি অবৈধ অস্ত্র ও মাদক নিয়ে অবস্থান করছেন। পরে অভিযান চালিয়ে আসামির দেহ তল্লাশি করে অস্ত্র উদ্ধার করা হয়। এ সময় আসামির মোটরসাইকেলে বিশেষ কায়দায় রাখা মাদক উদ্ধার করা হয়। আসামির বিরুদ্ধে চারঘাট থানায় দুটি পৃথক মামলা করা হয়েছে।
এসপি আরও বলেন, নির্বাচনী বছরে জনগণের মাঝে ভীতি সঞ্চার করতে অস্ত্র কারবারিরা সক্রিয়। তবে পুলিশ এদের বিরুদ্ধে সোচ্চার রয়েছে।