হোম > সারা দেশ > চাঁপাইনবাবগঞ্জ

বিএসএফের গুলিতে নিহত বাংলাদেশি যুবকের লাশ হস্তান্তর

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জে বিএসএফের গুলিতে নিহত বাংলাদেশি যুবক সাইফুল ইসলামের লাশ ফেরত দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। গতকাল বৃহস্পতিবার রাতে রোকনপুর সীমান্তের শূন্যরেখায় বিএসএফ সদস্যরা বিজিবির কাছে তাঁর লাশ হস্তান্তর করে।

এর আগে গত মঙ্গলবার রাতে গোমস্তাপুর উপজেলার রোকনপুর সীমান্তে ভারতে গরু আনতে গিয়ে বিএসএফের গুলিতে নিহত হন সাইফুল ইসলাম। এ ঘটনায় আহত হন রাজু হোসেন নামের আরেক যুবক। তিনি বর্তমানে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন। তাঁরা দুজনই রাঁধারনগর ইউনিয়নের রোকনপুর ঠাকুরপুকুর গ্রামের বাসিন্দা।

নিহতের পরিবার ও বিজিবি সূত্র জানায়, মঙ্গলবার রাতে চার-পাঁচজনের একটি দল রোকনপুর সীমান্ত দিয়ে ভারতে গরু আনতে যায়। এ সময় সীমান্তের আন্তর্জাতিক সীমানা পিলার ২১৯-এর কাছে ভারতের অভ্যন্তরে বিএসএফের ১৫৯ ইটাভাটা ক্যাম্পের টহলরত সদস্যরা তাঁদের লক্ষ্য করে গুলি চালালে সাইফুল ঘটনাস্থলেই নিহত হন। পরে বিএসএফ সদস্যরা সাইফুলের লাশ ভারতের অভ্যন্তরে নিয়ে যায়।

এ বিষয়ে জানতে চাইলে নওগাঁ-১৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ সাদিকুর রহমান আজকের পত্রিকাকে বলেন, বিজিবির পক্ষ থেকে নিখোঁজ সাইফুল ইসলামের বিষয়ে গত বুধবার বিএসএফের কাছে জানানো হয়েছিল। পরে বিএসএফ নিহত সাইফুল ইসলামের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে। গতকাল বৃহস্পতিবার রাতে লাশ হস্তান্তর করেছে। পরে রাতেই লাশ তাঁর পরিবারকে বুঝিয়ে দেওয়া হয়েছে।

প্রথম আলো, ডেইলি স্টারসহ সুশীল সংবাদপত্র অবশ্যই বন্ধ করতে হবে: রাকসু ভিপি

বিএনপির ‘বিদ্রোহী’ প্রার্থীর মনোনয়ন ফরম তুললেন দণ্ডিত আসামি, খুঁজে পায় না পুলিশ

ভেকু দিয়ে যুবককে হত্যার ঘটনায় ৭ জনের বিরুদ্ধে মামলা

রাজশাহীতে বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হলো আ.লীগ পরিত্যক্ত কার্যালয়

বগুড়ায় স্ত্রীকে হত্যা করে সেপটিক ট্যাংকে লাশ ফেলে থানায় নিখোঁজের জিডি

রাবিতে আওয়ামীপন্থী ডিনদের পদত্যাগের আলটিমেটাম রাকসুর জিএস আম্মারের

ঋত্বিক ঘটকের পৈতৃক ভিটা ভাঙচুরের সঙ্গে জড়িতদের শাস্তির দাবি

রাজশাহীতে ভারতীয় সহকারী হাইকমিশন অভিমুখে যাত্রা, পুলিশি বাধায় পণ্ড

আবাদি জমিতে পুকুর খননে বাধা, কৃষককে এক্সকাভেটরের নিচে ফেলে হত্যা

ইউপি সদস্যের কার্যালয়ে আটকে রাখা ব্যক্তির লাশ উদ্ধার, নির্যাতনে মৃত্যুর অভিযোগ