জয়পুরহাটে গতকাল বৃহস্পতিবার সকাল ৮টা থেকে আজ শুক্রবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে একজন মারা গেছেন। এই সময়ের মধ্যে ২৪ জনের করোনা শনাক্ত হয়েছে।
আজ শুক্রবার জেলা সিভিল সার্জন ডা. ওয়াজেদ আলী এ তথ্য নিশ্চিত করেন।
জেলা সিভিল সার্জন ডা. ওয়াজেদ আলী বলেন, ‘জেলায় করোনায় এ পর্যন্ত মোট মারা গেছেন ৬৪ জন। গতকাল বৃহস্পতিবার সকাল ৮টা থেকে আজ শুক্রবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ১২৮টি নমুনা সংগ্রহ করা হয়েছে। আগের ১৬৮টি নমুনার রিপোর্টও এসেছে। এই সময়ের মধ্যে ২৪ জনের করোনা শনাক্ত হয়েছে। একই সময়ে করোনা থেকে সুস্থ হয়েছেন আটজন। আক্রান্তের হার ১৪ দশমিক ২৯ শতাংশ। সব মিলে জেলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা ৪ হাজার ৮০২ জন। জেলায় এ পর্যন্ত করোনা থেকে সুস্থ হয়েছেন মোট ৪ হাজার ৬০৪ জন।’