হোম > সারা দেশ > রাজশাহী

স্বামীকে হত্যার দায়ে প্রেমিকসহ স্ত্রীর মৃত্যুদণ্ড

জয়পুরহাট প্রতিনিধি

জয়পুরহাটের স্বামীকে হত্যার দায়ে স্ত্রী ও তাঁর প্রেমিককে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে উভয়কে ৫০ হাজার করে টাকা জরিমানা করা হয়। আজ সোমবার সকাল সাড়ে ১১টার দিকে জয়পুরহাট অতিরিক্ত দায়রা জজ, প্রথম আদালতের বিচারক মো. নুরুল ইসলাম এ রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন–জেলার ক্ষেতলাল উপজেলার মহব্বতপুর–দূর্গাপুর গ্রামের মোছা. জোৎসনা বেগম এবং একই উপজেলার দাশড়া খানপাড়া গ্রামের বাসিন্দা এবং জোৎসনা বেগমের প্রেমিক শাহীন মিয়া বাবু।

রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন জয়পুরহাট আদালতের সরকারি কৌঁসুলি নৃপেন্দ্রনাথ মণ্ডল।

মামলা ও আদালতের নথি সূত্রে জানা গেছে, জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার ইসমাইলপুর গ্রামের জামিরুল ইসলামের সঙ্গে জোৎসনা বেগমের বিয়ে হয়। বিয়ের কিছুদিন পর থেকেই জামিরুল ইসলাম তাঁর শ্বশুর বাড়ি জেলার ক্ষেতলাল উপজেলার মহব্বতপুর–দূর্গাপুর গ্রামে ঘর জামাই থাকতেন। এভাবে প্রায় এক যুগ কেটে যায়।

এরই মধ্যে জামিরুল ইসলামের স্ত্রী জোৎসনা বেগম একই উপজেলার দাশড়া খানপাড়া গ্রামের শাহিন মিয়া বাবুর সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েন। এ নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে দ্বন্দ্ব দেখা দেয়। এরই জের ধরে ২০১৫ সালের ৯ নভেম্বর দুপুরে আসামিরা জামিরুলকে শ্বাসরোধে হত্যা করে।

এ ঘটনায় ওইদিন বিকেলে জামিরুল ইসলামের চাচা ছানাউল ইসলাম বাদী হয়ে জেলার ক্ষেতলাল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এরপর দীর্ঘ শুনানি ও যাবতীয় আইনগত প্রক্রিয়া শেষে সোমবার আদালত এ রায় ঘোষণা করেন।

এ মামলায় রাষ্ট্র পক্ষের আইনজীবী ছিলেন নৃপেন্দ্রনাথ মণ্ডল পিপি, গকুল চন্দ্র মণ্ডল এপিপি, শামীমুল ইসলাম শামীম এপিপি এবং খাজা শামসুল ইসলাম বুলবুল এপিপি। আর আসামি পক্ষের আইনজীবী ছিলেন একেএম মামুনুর রহমান সরদার এবং আবুল হাসান দেওয়ান।

আচরণবিধি লঙ্ঘন: রাজশাহী-১ আসনের বিএনপির প্রার্থীকে আদালতে তলব

রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের তিন কর্মকর্তাকে চাকরিচ্যুত

গণভোটের ব্যালটের টিক চিহ্ন মানেই ঠিক: আলী রীয়াজ

ট্রায়াল দেওয়ার নামে গাড়ি নিয়ে লাপাত্তা যুবদল নেতাকে বহিষ্কার

ব্রেনের চিকিৎসা করতেন এইচএসসি পাস নুরুল, ৬ মাসের জেল

দুই সহযোগীসহ ‘চাঁদাবাজ’ চান সওদাগর আটক, দেশীয় অস্ত্র উদ্ধার

লবণের কার্গো ট্রাকে মিলল ১২৬ কেজি গাঁজা

জামায়াতে ইসলামীতে কেউ স্বাধীনতাবিরোধী নয়: মেজর আখতারুজ্জামান

দেশে ১৭ লাখ ৮০ হাজার শিশু শ্রমে নিযুক্ত: সচিব

রাজশাহীতে হেরোইনসহ দম্পতি গ্রেপ্তার