হোম > সারা দেশ > রাজশাহী

রাজশাহীতে শিশু অপহরণ মামলায় ২ জনের কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

রাজশাহীতে মুক্তিপণ আদায়ের জন্য শিশু অপহরণের ঘটনায় করা মামলার দুজনকে কারাদণ্ড দিয়েছে আদালত। আজ বৃহস্পতিবার জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর বিচারক মুহা. হাসানুজ্জামান এ রায় দেন। 

সাজাপ্রাপ্তরা হলেন জেলার চারঘাট উপজেলার গোপিনপুর এলাকার মিজানুর রহমান (২৩) এবং একই উপজেলার তাতারপুর মণ্ডলপাড়া গ্রামের রাজীবুল ইসলাম ওরফে রাজীব (২৮)। 

আদালত সূত্রে জানা গেছে, ২০১৯ সালের ১৭ মে বাঘা উপজেলার মিলিকবাঘা গ্রামের বাসিন্দা মো. আজাদ নামে এক ব্যক্তি থানায় একটি অপহরণের মামলা করেন। এতে তিনি অভিযোগ করেন, আগের দিন বিকেলে তিনি তার শিশু সন্তানকে নিয়ে বাঘা বাজারে কেনাকাটা করতে যান। কেনাকাটায় ব্যস্ত থাকার সুযোগে আসামিরা মুক্তিপণ আদায়ের জন্য জোর করে তার ছেলেকে মোটরসাইকেলে তুলে নিয়ে যায়। পরে এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়। বিচার শেষে আজ রায় ঘোষণা করল আদালত। 

আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী নাসরিন আক্তার মিতা আজকের পত্রিকাকে বলেন, ‘অভিযোগ প্রমাণিত হওয়ায় আসামি মিজানুর রহমান এবং রাজীবকে ১৪ বছরের সশ্রম কারাদণ্ড এবং ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। অভিযোগ প্রমাণিত না হওয়ায় মামলার অপর আসামিকে খালাস দেওয়া হয়েছে।’ রায় ঘোষণার পর দণ্ডপ্রাপ্ত দুজনকে রাজশাহী কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।

চাঁদা চাইতে গিয়ে পিটুনির শিকার বিএনপির কর্মী

রাবি ক্যাম্পাসে শিক্ষকের গাড়ির ধাক্কায় পা ভাঙল ছাত্রীর

রাজশাহীতে কলার হাটে ট্রাক উল্টে মৃতের সংখ্যা বেড়ে ৫

স্বামীর হাত ধরে ট্রেনে ওঠার সময় দুর্ঘটনায় প্রাণ গেল স্ত্রীর

‘আওয়ামী লীগ থেকে জামায়াতে আসেন, দায়দায়িত্ব আমাদের’

ভেকু দিয়ে যুবক হত্যায় আরও একজন গ্রেপ্তার, এখনো অধরা বিএনপি নেতারা

রাজশাহীতে কলার হাটে উল্টে পড়ল বালুবাহী ট্রাক, নিহত ৪

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

ভ্যানচালক ফারুক হত্যা মামলার ৬ আসামি পালানোর সময় গ্রেপ্তার

সিরাজগঞ্জে ৯২৩ ভোটকেন্দ্রের ১৭৮টি ‘অধিক ঝুঁকিপূর্ণ’