হোম > সারা দেশ > রাজশাহী

সাপের ছোবল খেয়েও কাউকে জানাননি সাপুড়ে, পরে মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

রাজশাহীতে সাপের ছোবল খেয়েও কাউকে কিছু জানাননি এক সাপুড়ে। পরে অসুস্থ হয়ে পড়লে পরিবারের সদস্যদের জানান তিনি। অনুরোধ করেন হাসপাতালে নেওয়ার। কিন্তু  হাসপাতালে নেওয়ার আগেই মৃত্যু হয় মো. সুমনের (৩০)। তাঁর বাড়ি রাজশাহীর দুর্গাপুর উপজেলার নওপাড়া ইউনিয়নের শ্যামপুর গ্রামে। গতকাল বুধবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে।

সুমনের খালাতো ভাই মো. সবুজ জানান, গতকাল বুধবার সন্ধ্যায় শ্যামপুর পশ্চিমপাড়া গ্রামের এক বাড়িতে সাপ ধরতে যান সুমন। এ সময় বিষধর সাপটি তাঁকে ছোবল দেয়। কিন্তু সুমন কাউকে কিছু না জানিয়ে বাড়ি গিয়ে রাতে শুয়ে পড়েন। মধ্যরাতে তিনি অসুস্থ হয়ে পড়লে সাপে কাটার কথা জানান। এ সময় তাঁকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

রামেক হাসপাতালের ওয়ার্ড মাস্টার মোশাররফ হোসেন বলেন, সাপে কাটার প্রায় সাত ঘণ্টা পর সুমনকে হাসপাতালে নেওয়া হয়েছিল। এর আগেই তাঁর পুরো শরীরে বিষ ছড়িয়ে পড়ে। এতে তাঁর মৃত্যু হয়। পরে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি। 

এই সম্পর্কিত আরও পড়ুন:

রাজশাহীতে ওসমান হাদির গায়েবানা জানাজা

প্রথম আলো, ডেইলি স্টারসহ সুশীল সংবাদপত্র অবশ্যই বন্ধ করতে হবে: রাকসু ভিপি

বিএনপির ‘বিদ্রোহী’ প্রার্থীর মনোনয়ন ফরম তুললেন দণ্ডিত আসামি, খুঁজে পায় না পুলিশ

ভেকু দিয়ে যুবককে হত্যার ঘটনায় ৭ জনের বিরুদ্ধে মামলা

রাজশাহীতে বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হলো আ.লীগ পরিত্যক্ত কার্যালয়

বগুড়ায় স্ত্রীকে হত্যা করে সেপটিক ট্যাংকে লাশ ফেলে থানায় নিখোঁজের জিডি

রাবিতে আওয়ামীপন্থী ডিনদের পদত্যাগের আলটিমেটাম রাকসুর জিএস আম্মারের

ঋত্বিক ঘটকের পৈতৃক ভিটা ভাঙচুরের সঙ্গে জড়িতদের শাস্তির দাবি

রাজশাহীতে ভারতীয় সহকারী হাইকমিশন অভিমুখে যাত্রা, পুলিশি বাধায় পণ্ড

আবাদি জমিতে পুকুর খননে বাধা, কৃষককে এক্সকাভেটরের নিচে ফেলে হত্যা