হোম > সারা দেশ > রাজশাহী

সাপের ছোবল খেয়েও কাউকে জানাননি সাপুড়ে, পরে মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

রাজশাহীতে সাপের ছোবল খেয়েও কাউকে কিছু জানাননি এক সাপুড়ে। পরে অসুস্থ হয়ে পড়লে পরিবারের সদস্যদের জানান তিনি। অনুরোধ করেন হাসপাতালে নেওয়ার। কিন্তু  হাসপাতালে নেওয়ার আগেই মৃত্যু হয় মো. সুমনের (৩০)। তাঁর বাড়ি রাজশাহীর দুর্গাপুর উপজেলার নওপাড়া ইউনিয়নের শ্যামপুর গ্রামে। গতকাল বুধবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে।

সুমনের খালাতো ভাই মো. সবুজ জানান, গতকাল বুধবার সন্ধ্যায় শ্যামপুর পশ্চিমপাড়া গ্রামের এক বাড়িতে সাপ ধরতে যান সুমন। এ সময় বিষধর সাপটি তাঁকে ছোবল দেয়। কিন্তু সুমন কাউকে কিছু না জানিয়ে বাড়ি গিয়ে রাতে শুয়ে পড়েন। মধ্যরাতে তিনি অসুস্থ হয়ে পড়লে সাপে কাটার কথা জানান। এ সময় তাঁকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

রামেক হাসপাতালের ওয়ার্ড মাস্টার মোশাররফ হোসেন বলেন, সাপে কাটার প্রায় সাত ঘণ্টা পর সুমনকে হাসপাতালে নেওয়া হয়েছিল। এর আগেই তাঁর পুরো শরীরে বিষ ছড়িয়ে পড়ে। এতে তাঁর মৃত্যু হয়। পরে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি। 

এই সম্পর্কিত আরও পড়ুন:

রাবিতে ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা শুরু, আসনপ্রতি লড়ছেন ৫৯ পরীক্ষার্থী

ভর্তি পরীক্ষায় বসে বাবাকে প্রশ্নপত্রের ছবি পাঠাতে গিয়ে ধরা

রাবিতে ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

‎রাবিতে ভর্তি পরীক্ষায় ডিপসিক এআইয়ে উত্তর খুঁজছিল এক পরীক্ষার্থী

প্রতীক বরাদ্দের আগেই ফেসবুকে প্রচার, প্রার্থীকে আদালতে তলব

রাজশাহীতে প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১

নির্বাচনে ব্যাপক প্রভাব কালোটাকার: বদিউল আলম

রাবিতে ভর্তি পরীক্ষা শুরু কাল, মানতে হবে যেসব নির্দেশনা

আচরণবিধি লঙ্ঘন: রাজশাহী-১ আসনের বিএনপির প্রার্থীকে আদালতে তলব

রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের তিন কর্মকর্তাকে চাকরিচ্যুত