হোম > সারা দেশ > রাজশাহী

কোটা সংস্কারের দাবিতে রাবি শিক্ষার্থীদের গণপদযাত্রা

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

সরকারি চাকরিতে কোটা সংস্কারের একদফা দাবিতে গণপদযাত্রা করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থীরা। আজ রোববার বেলা ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে থেকে গণপদযাত্রাটি বের করা হয়।

এ সময় আন্দোলনরত শিক্ষার্থীরা বিভিন্ন স্লোগান দিতে দিতে গণপদযাত্রা নিয়ে রাজশাহী নগরীর তালাইমারী মোড়, সাহেববাজার জিরো পয়েন্ট হয়ে রাজশাহী জেলা প্রশাসকের (ডিসি) কার্যালয়ের সামনে গিয়ে সমবেত হন।

প্রায় আট-নয় কিলোমিটার পথ হেঁটে শিক্ষার্থীরা সেখানে গিয়ে জেলা প্রশাসককে স্মারকলিপি দিতে চান। তখন পুলিশ আন্দোলনরত শিক্ষার্থীদের থামিয়ে কয়েকজনকে স্মারকলিপি দিতে যাওয়ার জন্য অনুরোধ করে। পরে আন্দোলনরত শিক্ষার্থীদের মধ্যে ১৮ জনের প্রতিনিধি দল জেলা প্রশাসক শামীম আহমেদের সভাকক্ষে যান। জেলা প্রশাসক শামীম আহমেদ সভাকক্ষে এসে শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন এবং রাষ্ট্রপতি বরাবর স্মারকলিপি গ্রহণ করেন।

পরে জেলা প্রশাসক প্রধান ফটকের সামনে গিয়ে অন্য শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন এবং স্মারকলিপি রোববারের মধ্যে রাষ্ট্রপতির কার্যালয়ে পাঠিয়ে দেওয়া হবে বলে জানান। তিনি আন্দোলনরত শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান, এই আন্দোলন যাতে কোনো বিশৃঙ্খলায় রূপ না নেয় এবং জানমালের ক্ষতি হয় এমন কোনো কর্মকাণ্ড থেকে শিক্ষার্থীরা যেন বিরত থাকেন।

রাজশাহীতে ওসমান হাদির গায়েবানা জানাজা

প্রথম আলো, ডেইলি স্টারসহ সুশীল সংবাদপত্র অবশ্যই বন্ধ করতে হবে: রাকসু ভিপি

বিএনপির ‘বিদ্রোহী’ প্রার্থীর মনোনয়ন ফরম তুললেন দণ্ডিত আসামি, খুঁজে পায় না পুলিশ

ভেকু দিয়ে যুবককে হত্যার ঘটনায় ৭ জনের বিরুদ্ধে মামলা

রাজশাহীতে বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হলো আ.লীগ পরিত্যক্ত কার্যালয়

বগুড়ায় স্ত্রীকে হত্যা করে সেপটিক ট্যাংকে লাশ ফেলে থানায় নিখোঁজের জিডি

রাবিতে আওয়ামীপন্থী ডিনদের পদত্যাগের আলটিমেটাম রাকসুর জিএস আম্মারের

ঋত্বিক ঘটকের পৈতৃক ভিটা ভাঙচুরের সঙ্গে জড়িতদের শাস্তির দাবি

রাজশাহীতে ভারতীয় সহকারী হাইকমিশন অভিমুখে যাত্রা, পুলিশি বাধায় পণ্ড

আবাদি জমিতে পুকুর খননে বাধা, কৃষককে এক্সকাভেটরের নিচে ফেলে হত্যা