হোম > সারা দেশ > রাজশাহী

কোটা সংস্কারের দাবিতে রাবি শিক্ষার্থীদের গণপদযাত্রা

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

সরকারি চাকরিতে কোটা সংস্কারের একদফা দাবিতে গণপদযাত্রা করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থীরা। আজ রোববার বেলা ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে থেকে গণপদযাত্রাটি বের করা হয়।

এ সময় আন্দোলনরত শিক্ষার্থীরা বিভিন্ন স্লোগান দিতে দিতে গণপদযাত্রা নিয়ে রাজশাহী নগরীর তালাইমারী মোড়, সাহেববাজার জিরো পয়েন্ট হয়ে রাজশাহী জেলা প্রশাসকের (ডিসি) কার্যালয়ের সামনে গিয়ে সমবেত হন।

প্রায় আট-নয় কিলোমিটার পথ হেঁটে শিক্ষার্থীরা সেখানে গিয়ে জেলা প্রশাসককে স্মারকলিপি দিতে চান। তখন পুলিশ আন্দোলনরত শিক্ষার্থীদের থামিয়ে কয়েকজনকে স্মারকলিপি দিতে যাওয়ার জন্য অনুরোধ করে। পরে আন্দোলনরত শিক্ষার্থীদের মধ্যে ১৮ জনের প্রতিনিধি দল জেলা প্রশাসক শামীম আহমেদের সভাকক্ষে যান। জেলা প্রশাসক শামীম আহমেদ সভাকক্ষে এসে শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন এবং রাষ্ট্রপতি বরাবর স্মারকলিপি গ্রহণ করেন।

পরে জেলা প্রশাসক প্রধান ফটকের সামনে গিয়ে অন্য শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন এবং স্মারকলিপি রোববারের মধ্যে রাষ্ট্রপতির কার্যালয়ে পাঠিয়ে দেওয়া হবে বলে জানান। তিনি আন্দোলনরত শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান, এই আন্দোলন যাতে কোনো বিশৃঙ্খলায় রূপ না নেয় এবং জানমালের ক্ষতি হয় এমন কোনো কর্মকাণ্ড থেকে শিক্ষার্থীরা যেন বিরত থাকেন।

১৮ দিন পর অপহৃত গরু ব্যবসায়ীর লাশ মিলল পদ্মা নদীতে

জাতীয় নির্বাচনের আগেই শাকসু দাবি রাবি শিবিরের

এনসিপির রাজশাহী জেলা ও মহানগর কমিটির দ্বন্দ্বের জেরে দুই কমিটিই স্থগিত

নাটোরে আদালত প্রাঙ্গণে দুপক্ষের সংঘর্ষ, আটক ৩

রাকসু জিএস আম্মারের ‘মানসিক চিকিৎসা’র দাবিতে ছাত্রদলের মানববন্ধন

আচরণবিধি লঙ্ঘন: জামায়াতের নায়েবে আমিরকে শোকজ

তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে টানানো ব্যানার সরিয়ে আম্মারের ভিডিও পোস্ট

দেশকে পাল্টে দিতে গণভোটে ‘হ্যাঁ’ দিতে হবে: স্বাস্থ্য উপদেষ্টা

নির্বাচনে নিরাপত্তা নিশ্চিত করতে ১ লাখ পুলিশকে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

রাবিতে ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা শুরু, আসনপ্রতি লড়ছেন ৫৯ পরীক্ষার্থী