হোম > সারা দেশ > রাজশাহী

নাটোরে স্কুলছাত্রী অপহরণের দায়ে ২ জনের যাবজ্জীবন

নাটোর প্রতিনিধি

স্কুলছাত্রীকে অপহরণের দায়ে দুজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন নাটোরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল। একই সঙ্গে তাঁদের প্রত্যেককে ২০ হাজার টাকা করে জরিমানা করেছেন আদালত। 

দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হচ্ছেন নাটোর সদর উপজেলার হয়বতপুর গ্রামের আবু বক্কর (৫৯) ও গুরুদাসপুর উপজেলার লক্ষ্মীপুর উত্তরপাড়ার রান্টু মিয়া (৩৯)। 
জরিমানার টাকা ভুক্তভোগীকে দেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত। 

আজ বৃহস্পতিবার দুপুরে ট্রাইব্যুনালের বিচারক মুহাম্মাদ আবদুর রহিম এই রায় দেন। 

ট্রাইব্যুনাল সূত্রে জানা যায়, ২০০৫ সালের ২৫ মে দুপুরে আবু বক্কর বাড়ির অন্য সদস্যদের অনুপস্থিতিতে রান্টু মিয়ার সহযোগিতায় ওই স্কুলছাত্রীকে (১৬) অপহরণ করেন। ওই ছাত্রীর মামা বাদী হয়ে ২০০৫ সালের ৯ জুন সদর থানায় মামলা করেন। সদর থানার উপপরিদর্শক খায়রুল আলম ওই বছরের ১৩ আগস্ট আসামিদের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেন। পরে মামলাটি বিচারের জন্য নাটোরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে আসে। সাক্ষ্য গ্রহণ শেষে আদালত আজ রায় ঘোষণা করেন। 

আদালতের সরকারি কৌঁসুলি আনিছুর রহমান বলেন, মামলাটি অনেক আগেই নিষ্পত্তি হওয়ার কথা। তবে সাক্ষীরা কালক্ষেপণ করায় মামলার বিচারকাজে দেরি হলো।

এনসিপির রাজশাহী জেলা ও মহানগর কমিটির দ্বন্দ্বের জেরে দুই কমিটিই স্থগিত

নাটোরে আদালত প্রাঙ্গণে দুপক্ষের সংঘর্ষ, আটক ৩

রাকসু জিএস আম্মারের ‘মানসিক চিকিৎসা’র দাবিতে ছাত্রদলের মানববন্ধন

আচরণবিধি লঙ্ঘন: জামায়াতের নায়েবে আমিরকে শোকজ

তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে টানানো ব্যানার সরিয়ে আম্মারের ভিডিও পোস্ট

দেশকে পাল্টে দিতে গণভোটে ‘হ্যাঁ’ দিতে হবে: স্বাস্থ্য উপদেষ্টা

নির্বাচনে নিরাপত্তা নিশ্চিত করতে ১ লাখ পুলিশকে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

রাবিতে ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা শুরু, আসনপ্রতি লড়ছেন ৫৯ পরীক্ষার্থী

ভর্তি পরীক্ষায় বসে বাবাকে প্রশ্নপত্রের ছবি পাঠাতে গিয়ে ধরা

রাবিতে ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত