হোম > সারা দেশ > রাজশাহী

শিবগঞ্জে ককটেল মজুতের সময় বিস্ফোরণে শিশু আহত

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পরিবারের সদস্যরা ককটেল মজুতের সময় বিস্ফোরণে এক শিশু আহত হয়েছে। আহত শিশু উপজেলার মনাকষা ইউনিয়নের সাতরশিয়া গ্রামের আকুমুদ্দিন ওরফে আকুর মেয়ে। আজ বুধবার সকালে উপজেলার মনাকষা ইউনিয়নের সাতরশিয়া গ্রামে আকুর বাড়িতে এ ঘটনা ঘটে। 

বিস্ফোরণের বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেন শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজ্জাদ হোসেন। তিনি বলেন, ‘এই ঘটনায় এক শিশু আহত হয়েছে। ঘটনার পর থেকে বাড়ির সদস্যরা পলাতক আছেন। তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’ 

স্থানীয় লোকজন জানান, আজ সকাল ১০টার দিকে আকুর বাড়িতে একটি ককটেল বিস্ফোরিত হয়। এতে তাঁর এক মেয়ে আহত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য ২৫০ শয্যাবিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তাকে নিয়ে সটকে পড়েন বাড়ির সদস্যরা। আকু স্থানীয় আওয়ামী লীগের কর্মী ও নৌকা প্রতীকের সমর্থক। 

পুলিশ ও স্থানীয় লোকজন জানান, আসন্ন দ্বাদশ জাতীয় নির্বাচনে নাশকতার জন্য ককটেল মজুতের সময় এ ঘটনা ঘটেছে। ঘটনাস্থলে ককটেল বিস্ফোরণের আলামত পাওয়া গেছে।

রাজশাহীতে ওসমান হাদির গায়েবানা জানাজা

প্রথম আলো, ডেইলি স্টারসহ সুশীল সংবাদপত্র অবশ্যই বন্ধ করতে হবে: রাকসু ভিপি

বিএনপির ‘বিদ্রোহী’ প্রার্থীর মনোনয়ন ফরম তুললেন দণ্ডিত আসামি, খুঁজে পায় না পুলিশ

ভেকু দিয়ে যুবককে হত্যার ঘটনায় ৭ জনের বিরুদ্ধে মামলা

রাজশাহীতে বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হলো আ.লীগ পরিত্যক্ত কার্যালয়

বগুড়ায় স্ত্রীকে হত্যা করে সেপটিক ট্যাংকে লাশ ফেলে থানায় নিখোঁজের জিডি

রাবিতে আওয়ামীপন্থী ডিনদের পদত্যাগের আলটিমেটাম রাকসুর জিএস আম্মারের

ঋত্বিক ঘটকের পৈতৃক ভিটা ভাঙচুরের সঙ্গে জড়িতদের শাস্তির দাবি

রাজশাহীতে ভারতীয় সহকারী হাইকমিশন অভিমুখে যাত্রা, পুলিশি বাধায় পণ্ড

আবাদি জমিতে পুকুর খননে বাধা, কৃষককে এক্সকাভেটরের নিচে ফেলে হত্যা