হোম > সারা দেশ > রাজশাহী

রাজশাহীতে রিকশাচালকের মরদেহ উদ্ধার, শরীরে আঘাতের চিহ্ন

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

রাজশাহীতে চালককে হত্যা করে রিকশা ছিনতাই করেছে দুর্বৃত্তরা। আজ রোববার দুপুরে রাজশাহীর দামকুড়া থানার কাজিপুর ল-পাড়া গ্রামের একটি আমবাগানে ওই রিকশা চালকের মরদেহ পাওয়া যায়। ধারণা করা হচ্ছে গতকাল শনিবার তাঁকে হত্যা করা হয়েছে। 

নিহত রিকশাচালক মো. সাজিমুল (৩৫) দামকুড়া থানার বাথানবাড়ি গ্রামের বাসিন্দা। তাঁর বাবার নাম মো. আলম। দামকুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াজুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। 

ওসি জানান, সাজিমুল ব্যাটারিচালিত একটি রিকশা ভাড়ায় চালাতেন। শনিবার বিকেলে তিনি রিকশা নিয়ে বের হয়ে আর বাড়ি ফেরেননি। রোববার দুপুরে স্থানীয়রা আমবাগানে তাঁর মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। পরে পুলিশ গিয়ে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহটি রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়। 

ওসি আরও জানান, সাজিমুলের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে, হাতুড়ি ও লাঠি দিয়ে পিটিয়ে হত্যা করা হয়েছে। ঘটনাস্থলে সাজিমুলের রিকশাটি পাওয়া যায়নি। এই রিকশার জন্য তাঁকে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। 

এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে পুলিশ কাজ করছে বলে জানান ওসি।

শিক্ষক নেটওয়ার্ক বন্ধের আহ্বান জানাচ্ছি: রাকসু জিএস আম্মার

রাজশাহী-৫ আসনে জামায়াতের প্রার্থী পরিবর্তন

রাজশাহী বিশ্ববিদ্যালয়: তহবিলের হিসাব না পেয়ে দৃশ্যত স্থবির রাকসু

রাজশাহীতে র‍্যাবের অভিযানে আগ্নেয়াস্ত্র উদ্ধার

রাজশাহীর চরাঞ্চলে শিয়ালের আতঙ্ক, এক রাতে আক্রান্ত ২০০ গরু

বগুড়ায় বিএনপির মিছিলে হামলার মামলায় শ্রমিক লীগ নেতা গ্রেপ্তার

ওসমান হাদি হত্যার বিচার দাবিতে রাজশাহীতে শিক্ষার্থীদের অবস্থান

সিরাজগঞ্জে লাশবাহী গাড়ির সঙ্গে সিমেন্টবোঝাই ট্রাকের সংঘর্ষ, আহত ২

যুবকের হাত-পা কেটে দেওয়ার অভিযোগ জামায়াত-শিবিরের কর্মীদের বিরুদ্ধে

চিড়িয়াখানা ফাঁকা করে আবার প্রাণ ফেরানোর চেষ্টায় রাসিক