হোম > সারা দেশ > রাজশাহী

পুকুরে কিশোরের লাশ, চোখ-গলায় আঘাতের চিহ্ন

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

রাজশাহীর বাগমারা উপজেলায় পুকুরে ভাসমান অবস্থায় এক কিশোরের লাশ পাওয়া গেছে। গতকাল শুক্রবার রাত ৯টা থেকে নিখোঁজ ছিল সে। আজ শনিবার দুপুরে স্থানীয়রা উপজেলার কাষ্টনাংলা গ্রামের এক পুকুরে ওই কিশোরের ভাসমান লাশ দেখে পুলিশে খবর দেন।

মৃত মো. সবুজ (১৫) পার্শ্ববর্তী মাধনগর গ্রামের আবদুর রাজ্জাকের ছেলে। স্থানীয় স্কুলের নবম শ্রেণির ছাত্র ছিল সে। 

আজ বিকেলে ঘটনাস্থল থেকে বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেছেন।

ওসি তৌহিদুল ইসলাম জানান, পুকুর থেকে লাশ তুলে সুরতহাল প্রস্তুত করা হচ্ছে। চোখে ও গলায় আঘাতের চিহ্ন দেখা যাচ্ছে। পাশেই একটি চেইন পাওয়া গেছে। সবকিছু তদন্ত করা হচ্ছে। আঘাত কেন হয়েছে, তা তাঁরা নিশ্চিত নন। মাছের ঠোকরেও এই আঘাত হতে পারে।

ওসি বলেন, ‘ময়নাতদন্তের জন্য লাশটি রাজশাহী মেডিকেল কলেজের মর্গে পাঠানো হবে। ময়নাতদন্ত প্রতিবেদন পেলেই মৃত্যুর কারণ নিশ্চিতভাবে বলা যাবে। আমরাও ঘটনাটি তদন্ত করছি। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

রাজশাহীতে র‍্যাবের অভিযানে আগ্নেয়াস্ত্র উদ্ধার

রাজশাহীর চরাঞ্চলে শিয়ালের আতঙ্ক, এক রাতে আক্রান্ত ২০০ গরু

বগুড়ায় বিএনপির মিছিলে হামলার মামলায় শ্রমিক লীগ নেতা গ্রেপ্তার

ওসমান হাদি হত্যার বিচার দাবিতে রাজশাহীতে শিক্ষার্থীদের অবস্থান

সিরাজগঞ্জে লাশবাহী গাড়ির সঙ্গে সিমেন্টবোঝাই ট্রাকের সংঘর্ষ, আহত ২

যুবকের হাত-পা কেটে দেওয়ার অভিযোগ জামায়াত-শিবিরের কর্মীদের বিরুদ্ধে

চিড়িয়াখানা ফাঁকা করে আবার প্রাণ ফেরানোর চেষ্টায় রাসিক

কৃষকেরা ধানের বীজতলা পলিথিন দিয়ে ঢেকে রাখেন যে কারণে

প্রাথমিকের শতভাগ বই এলেও সংকট মাধ্যমিকে

নারীকে গলা কেটে হত্যা, সাবেক স্বামী আটক