হোম > সারা দেশ > রাজশাহী

জাসাসের গানে রাজশাহীতে বিএনপির সমাবেশ শুরু

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

জাতীয়তাবাদী সামাজিক-সাংস্কৃতিক সংস্থার (জাসাস) গান দিয়ে রাজশাহীতে বিএনপির বিভাগীয় গণসমাবেশ শুরু হয়েছে। আজ শনিবার সকাল সাড়ে ৯টার দিকে রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা ময়দানে সমাবেশের মূল মঞ্চের পাশের আরেকটি মঞ্চে জাসাসের শিল্পীরা সংগীত পরিবেশন শুরু করেন। মঞ্চে ছিলেন সংগীত পরিচালক ইথুন বাবুসহ অনেকে।

সকাল ৯টার মধ্যেই মাদ্রাসা ময়দান নেতা-কর্মীরা কানায় কানায় পূর্ণ করে ফেলেছেন। জাসাসের গানের তালে তাঁরা এখন উদ্বেলিত। মূল মঞ্চে বিএনপির স্থানীয় নেতারা আছেন। তবে কেন্দ্রীয় কোনো নেতাকে মঞ্চে এখনো দেখা যায়নি। জাসাসের গান শেষে বক্তৃতা শুরু হবে।

এর আগে সকাল ৬টার দিকে মাদ্রাসার মাঠের তিন দিকের গেটের তালা খুলে দেয় পুলিশ। তিন দিন পাশের মাঠে অবস্থানের পর নেতা-কর্মীরা মাঠে প্রবেশ করেন। দেশের সব বিভাগীয় শহরে গণসমাবেশের অংশ হিসেবে রাজশাহীতে এই সমাবেশের আয়োজন করা হয়েছে।

নবম বিভাগীয় সমাবেশ হিসেবে এতে অংশ নিয়েছেন রাজশাহী বিভাগের আট জেলার নেতা কর্মীরা। অন্যান্য বিভাগীয় সমাবেশের মতো রাজশাহী সমাবেশের মঞ্চেও ফাঁকা থাকবে দুটি আসন। একটি বেগম খালেদা জিয়ার জন্য, অন্যটি তারেক রহমানের জন্য। সমাবেশে যোগ দিতে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ অন্য শীর্ষ নেতারা রাজশাহী এসেছেন।

এদিকে সমাবেশ ঘিরে সতর্ক অবস্থায় রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সকাল থেকে শহরের প্রতিটি মোড়ে পুলিশ দেখা গেছে। এ ছাড়া শহরে ঢোকার তিন দিকের পথের ১৭টি পয়েন্টে পুলিশ চেকপোস্ট পরিচালনা করছে। মাদ্রাসা ময়দান ও এর আশপাশের পুরো এলাকা ক্লোজ সার্কিট (সিসি) ক্যামেরার মাধ্যমে নজরদারি করা হচ্ছে।

শিক্ষক নেটওয়ার্ক বন্ধের আহ্বান জানাচ্ছি: রাকসু জিএস আম্মার

রাজশাহী-৫ আসনে জামায়াতের প্রার্থী পরিবর্তন

রাজশাহী বিশ্ববিদ্যালয়: তহবিলের হিসাব না পেয়ে দৃশ্যত স্থবির রাকসু

রাজশাহীতে র‍্যাবের অভিযানে আগ্নেয়াস্ত্র উদ্ধার

রাজশাহীর চরাঞ্চলে শিয়ালের আতঙ্ক, এক রাতে আক্রান্ত ২০০ গরু

বগুড়ায় বিএনপির মিছিলে হামলার মামলায় শ্রমিক লীগ নেতা গ্রেপ্তার

ওসমান হাদি হত্যার বিচার দাবিতে রাজশাহীতে শিক্ষার্থীদের অবস্থান

সিরাজগঞ্জে লাশবাহী গাড়ির সঙ্গে সিমেন্টবোঝাই ট্রাকের সংঘর্ষ, আহত ২

যুবকের হাত-পা কেটে দেওয়ার অভিযোগ জামায়াত-শিবিরের কর্মীদের বিরুদ্ধে

চিড়িয়াখানা ফাঁকা করে আবার প্রাণ ফেরানোর চেষ্টায় রাসিক