হোম > সারা দেশ > রাজশাহী

জাসাসের গানে রাজশাহীতে বিএনপির সমাবেশ শুরু

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

জাতীয়তাবাদী সামাজিক-সাংস্কৃতিক সংস্থার (জাসাস) গান দিয়ে রাজশাহীতে বিএনপির বিভাগীয় গণসমাবেশ শুরু হয়েছে। আজ শনিবার সকাল সাড়ে ৯টার দিকে রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা ময়দানে সমাবেশের মূল মঞ্চের পাশের আরেকটি মঞ্চে জাসাসের শিল্পীরা সংগীত পরিবেশন শুরু করেন। মঞ্চে ছিলেন সংগীত পরিচালক ইথুন বাবুসহ অনেকে।

সকাল ৯টার মধ্যেই মাদ্রাসা ময়দান নেতা-কর্মীরা কানায় কানায় পূর্ণ করে ফেলেছেন। জাসাসের গানের তালে তাঁরা এখন উদ্বেলিত। মূল মঞ্চে বিএনপির স্থানীয় নেতারা আছেন। তবে কেন্দ্রীয় কোনো নেতাকে মঞ্চে এখনো দেখা যায়নি। জাসাসের গান শেষে বক্তৃতা শুরু হবে।

এর আগে সকাল ৬টার দিকে মাদ্রাসার মাঠের তিন দিকের গেটের তালা খুলে দেয় পুলিশ। তিন দিন পাশের মাঠে অবস্থানের পর নেতা-কর্মীরা মাঠে প্রবেশ করেন। দেশের সব বিভাগীয় শহরে গণসমাবেশের অংশ হিসেবে রাজশাহীতে এই সমাবেশের আয়োজন করা হয়েছে।

নবম বিভাগীয় সমাবেশ হিসেবে এতে অংশ নিয়েছেন রাজশাহী বিভাগের আট জেলার নেতা কর্মীরা। অন্যান্য বিভাগীয় সমাবেশের মতো রাজশাহী সমাবেশের মঞ্চেও ফাঁকা থাকবে দুটি আসন। একটি বেগম খালেদা জিয়ার জন্য, অন্যটি তারেক রহমানের জন্য। সমাবেশে যোগ দিতে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ অন্য শীর্ষ নেতারা রাজশাহী এসেছেন।

এদিকে সমাবেশ ঘিরে সতর্ক অবস্থায় রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সকাল থেকে শহরের প্রতিটি মোড়ে পুলিশ দেখা গেছে। এ ছাড়া শহরে ঢোকার তিন দিকের পথের ১৭টি পয়েন্টে পুলিশ চেকপোস্ট পরিচালনা করছে। মাদ্রাসা ময়দান ও এর আশপাশের পুরো এলাকা ক্লোজ সার্কিট (সিসি) ক্যামেরার মাধ্যমে নজরদারি করা হচ্ছে।

জাতীয় নির্বাচনের আগেই শাকসু দাবি রাবি শিবিরের

এনসিপির রাজশাহী জেলা ও মহানগর কমিটির দ্বন্দ্বের জেরে দুই কমিটিই স্থগিত

নাটোরে আদালত প্রাঙ্গণে দুপক্ষের সংঘর্ষ, আটক ৩

রাকসু জিএস আম্মারের ‘মানসিক চিকিৎসা’র দাবিতে ছাত্রদলের মানববন্ধন

আচরণবিধি লঙ্ঘন: জামায়াতের নায়েবে আমিরকে শোকজ

তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে টানানো ব্যানার সরিয়ে আম্মারের ভিডিও পোস্ট

দেশকে পাল্টে দিতে গণভোটে ‘হ্যাঁ’ দিতে হবে: স্বাস্থ্য উপদেষ্টা

নির্বাচনে নিরাপত্তা নিশ্চিত করতে ১ লাখ পুলিশকে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

রাবিতে ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা শুরু, আসনপ্রতি লড়ছেন ৫৯ পরীক্ষার্থী

ভর্তি পরীক্ষায় বসে বাবাকে প্রশ্নপত্রের ছবি পাঠাতে গিয়ে ধরা