জাতীয়তাবাদী সামাজিক-সাংস্কৃতিক সংস্থার (জাসাস) গান দিয়ে রাজশাহীতে বিএনপির বিভাগীয় গণসমাবেশ শুরু হয়েছে। আজ শনিবার সকাল সাড়ে ৯টার দিকে রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা ময়দানে সমাবেশের মূল মঞ্চের পাশের আরেকটি মঞ্চে জাসাসের শিল্পীরা সংগীত পরিবেশন শুরু করেন। মঞ্চে ছিলেন সংগীত পরিচালক ইথুন বাবুসহ অনেকে।
সকাল ৯টার মধ্যেই মাদ্রাসা ময়দান নেতা-কর্মীরা কানায় কানায় পূর্ণ করে ফেলেছেন। জাসাসের গানের তালে তাঁরা এখন উদ্বেলিত। মূল মঞ্চে বিএনপির স্থানীয় নেতারা আছেন। তবে কেন্দ্রীয় কোনো নেতাকে মঞ্চে এখনো দেখা যায়নি। জাসাসের গান শেষে বক্তৃতা শুরু হবে।
এর আগে সকাল ৬টার দিকে মাদ্রাসার মাঠের তিন দিকের গেটের তালা খুলে দেয় পুলিশ। তিন দিন পাশের মাঠে অবস্থানের পর নেতা-কর্মীরা মাঠে প্রবেশ করেন। দেশের সব বিভাগীয় শহরে গণসমাবেশের অংশ হিসেবে রাজশাহীতে এই সমাবেশের আয়োজন করা হয়েছে।
এদিকে সমাবেশ ঘিরে সতর্ক অবস্থায় রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সকাল থেকে শহরের প্রতিটি মোড়ে পুলিশ দেখা গেছে। এ ছাড়া শহরে ঢোকার তিন দিকের পথের ১৭টি পয়েন্টে পুলিশ চেকপোস্ট পরিচালনা করছে। মাদ্রাসা ময়দান ও এর আশপাশের পুরো এলাকা ক্লোজ সার্কিট (সিসি) ক্যামেরার মাধ্যমে নজরদারি করা হচ্ছে।