হোম > সারা দেশ > রাজশাহী

কাভার্ডভ্যানের ধাক্কা প্রাণ গেল গ্রাম পুলিশের

নওগাঁ প্রতিনিধি

নওগাঁর পত্নীতলায় কাভার্ডভ্যানের ধাক্কায় গ্রাম পুলিশের এক সদস্য নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন। আজ বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার আগ্রাদ্বিগুন-সাপাহার সড়কের শিহাড়া বাজার মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত গ্রাম পুলিশের নাম মো. ছুরত আলী (৫০)। তিনি ওই ইউনিয়নের পরাণপুর গ্রামের মৃত বছির উদ্দিনের ছেলে। 

আহতরা হলেন-মো. আকবর আলী (৬২), মো. গোলাম মোস্তফা (৬৫) ও মো. সমির উদ্দিন (৬৬)। তাঁরা সবাই শিহাড়া এলাকার বাসিন্দা।

পত্নীতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পলাশ চন্দ্র দেব জানান, দুপুর ১২টার দিকে ইউনিয়ন পরিষদের পাশেই শিহারা বাজারের আকবর আলীর পানের দোকানে পান কিনতে যায় ছুরত আলী। এ সময় ওষুধ কোম্পানির একটি কাভার্ডভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে ওই পানের দোকানে ঢুকে যায়। এতে চাপা পরে ঘটনাস্থলেই মারা যান গ্রাম পুলিশ ছুরত আলী। এ ঘটনায় ওই দোকানিসহ আরও তিনজন আহত হন। দুমড়েমুচড়ে যায় দোকানটির চারপাশ। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে সাপাহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। আহত মো. গোলাম মোস্তফা ও মো. সমির উদ্দিনের অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাঁদের রাজশাহী মেডিকেলে পাঠায় চিকিৎসক।

ওসি পলাশ চন্দ্র দেব বলেন, ‘দুর্ঘটনাকবলিত কাভার্ডভ্যান আটক করে চালক ও সহকারীকে থানায় নিয়ে আসা হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’

বিএনপি কর্মীর বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ করতে গিয়ে দুই ঠিকাদার কারাগারে

ঈশ্বরদীতে রাতের খাবার খেয়ে ৩০ শ্রমিক হাসপাতালে

পুলিশ স্বামীর ইউনিফর্ম পরে টিকটকে স্ত্রী, কনস্টেবল প্রত্যাহার

চাঁদা চাইতে গিয়ে পিটুনির শিকার বিএনপির কর্মী

রাবি ক্যাম্পাসে শিক্ষকের গাড়ির ধাক্কায় পা ভাঙল ছাত্রীর

রাজশাহীতে কলার হাটে ট্রাক উল্টে মৃতের সংখ্যা বেড়ে ৫

স্বামীর হাত ধরে ট্রেনে ওঠার সময় দুর্ঘটনায় প্রাণ গেল স্ত্রীর

‘আওয়ামী লীগ থেকে জামায়াতে আসেন, দায়দায়িত্ব আমাদের’

ভেকু দিয়ে যুবক হত্যায় আরও একজন গ্রেপ্তার, এখনো অধরা বিএনপি নেতারা

রাজশাহীতে কলার হাটে উল্টে পড়ল বালুবাহী ট্রাক, নিহত ৪