হোম > সারা দেশ > রাজশাহী

বগুড়ায় হরতালে ভাঙচুরের ঘটনায় ৪৩ জনের নামে ৩ মামলা

বগুড়া প্রতিনিধি

বগুড়ায় হরতালে যানবাহন ভাঙচুর ও পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনায় তিনটি মামলা দায়ের করা হয়েছে। পুলিশ ও আনসারের করা তিনটি মামলায় ৪৩ জনের নাম ছাড়াও অজ্ঞাত অনেকজনকে আসামি করা হয়েছে। 

আজ সোমবার দুপুরে এসব তথ্য নিশ্চিত করেছেন বগুড়া সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) শাহিনুজ্জামান। তিনি বলেন, ‘রোববার মধ্যরাতে বগুড়া সদর থানায় মামলা তিনটি দায়ের করা হয়।’ 

শাহিনুজ্জামান জানান, গতকাল রোববার হরতাল চলার সময়ে সকাল ৯টার দিকে শহরের নবাববাড়ী সড়কে সংঘর্ষে পুলিশের ওপর হামলার অভিযোগে ছাত্রদলের ১০ নেতা-কর্মীর নাম উল্লেখ করে পুলিশ একটি মামলা দায়ের করেছে। ওই মামলায় পুলিশ একজনকে গ্রেপ্তার করেছে। 
এ ছাড়া গতকাল দুপুর ১২টার দিকে বগুড়া-রংপুর মহাসড়কে বগুড়া সদরের বাঘোপাড়া এলাকায় মহাসড়ক অবরোধ করে যানবাহন ভাঙচুর এবং পুলিশের ওপর হামলার অভিযোগে ১৯ জনের নাম উল্লেখ করে পুলিশ আরও একটি মামলা দায়ের করে। 

একই এলাকায় বগুড়া সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) গাড়ি ভাঙচুরের অভিযোগে ইউএনওর নিরাপত্তার দায়িত্বে থাকা আনসার সদস্য বাদী হয়ে ১৪ জনের নামে আরেকটি মামলা দায়ের করে। 
প্রতিটি মামলায় অজ্ঞাত আসামি হিসেবে অসংখ্যজনকে উল্লেখ করা হয়েছে বলে জানান পুলিশ পরিদর্শক শাহিনুজ্জামান।

গণভোটের ব্যালটের টিক চিহ্ন মানেই ঠিক: আলী রীয়াজ

ট্রায়াল দেওয়ার নামে গাড়ি নিয়ে লাপাত্তা যুবদল নেতাকে বহিষ্কার

ব্রেনের চিকিৎসা করতেন এইচএসসি পাস নুরুল, ৬ মাসের জেল

দুই সহযোগীসহ ‘চাঁদাবাজ’ চান সওদাগর আটক, দেশীয় অস্ত্র উদ্ধার

লবণের কার্গো ট্রাকে মিলল ১২৬ কেজি গাঁজা

জামায়াতে ইসলামীতে কেউ স্বাধীনতাবিরোধী নয়: মেজর আখতারুজ্জামান

দেশে ১৭ লাখ ৮০ হাজার শিশু শ্রমে নিযুক্ত: সচিব

রাজশাহীতে হেরোইনসহ দম্পতি গ্রেপ্তার

চাঁপাইনবাবগঞ্জে ২ ভারতীয় নাগরিক আটক, বিএসএফের কাছে হস্তান্তর

প্রক্সির মাধ্যমে ভর্তি হওয়া রাবির তিন শিক্ষার্থীকে বহিষ্কার