হোম > সারা দেশ > রাজশাহী

হত্যা মামলায় রাজশাহীতে ৯ জনের যাবজ্জীবন

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

হত্যা মামলায় রাজশাহীতে নয়জনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। আজ বৃহস্পতিবার রাজশাহীর দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক মো. মহিদুজ্জামান এ রায় দেন। এ ছাড়া অপরাধ প্রমাণিত না হওয়ায় আদালত ১৭ জনকে বেকসুর খালাস দিয়েছেন। 

দ্রুত বিচার ট্রাইব্যুনাল আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী এন্তাজুল হক বাবু এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। 

সাজাপ্রাপ্ত আসামিরা হলেন-রাজশাহীর চারঘাট উপজেলার নিমপাড়া ইউনিয়নের জোতকার্তিক আদর্শ গ্রামের বাসিন্দা জিয়ারুল ইসলাম, মো. রনি, শাহজাহান আলী সাজু, মিলন আলী, সেকেন্দার আলী, হায়দার আলী, ইমরান আলী, আশরাফ আলী ও ফারুক হোসেন। 

আইনজীবী এন্তাজুল হক বাবু বলেন, সাজাপ্রাপ্তরা জোতকার্তিক আদর্শ গ্রামের খোকন আলী (৩৫) হত্যা মামলার আসামি। ২০২২ সালের ৮ এপ্রিল মসজিদ কমিটি নিয়ে বিরোধের জেরে খোকনকে কুপিয়ে হত্যা করা হয়। হত্যাকাণ্ডের পর দিন নিহতের স্ত্রী রুপা বেগম বাদী হয়ে ৩৮ জনের নাম উল্লেখ করে চারঘাট থানায় মামলা করেন। 

তিনি বলেন, তদন্ত শেষে পুলিশ ২৭ জনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দেয়। এর মধ্যে বিচার চলাকালে ইমাজ উদ্দিন নামে এক আসামির মৃত্যু হয়। পরে মোট ২৭ জনের সাক্ষ্যগ্রহণ করেন আদালত। 

এরপর রায় ঘোষণা করা হলো। রায় ঘোষণাকালে আসামিরা উপস্থিত ছিলেন। পরে তাদের কারাগারে পাঠানো হয়েছে বলে জানান এ আইনজীবী।

ট্রায়াল দেওয়ার নামে গাড়ি নিয়ে লাপাত্তা যুবদল নেতাকে বহিষ্কার

ব্রেনের চিকিৎসা করতেন এইচএসসি পাস নুরুল, ৬ মাসের জেল

দুই সহযোগীসহ ‘চাঁদাবাজ’ চান সওদাগর আটক, দেশীয় অস্ত্র উদ্ধার

লবণের কার্গো ট্রাকে মিলল ১২৬ কেজি গাঁজা

জামায়াতে ইসলামীতে কেউ স্বাধীনতাবিরোধী নয়: মেজর আখতারুজ্জামান

দেশে ১৭ লাখ ৮০ হাজার শিশু শ্রমে নিযুক্ত: সচিব

রাজশাহীতে হেরোইনসহ দম্পতি গ্রেপ্তার

চাঁপাইনবাবগঞ্জে ২ ভারতীয় নাগরিক আটক, বিএসএফের কাছে হস্তান্তর

প্রক্সির মাধ্যমে ভর্তি হওয়া রাবির তিন শিক্ষার্থীকে বহিষ্কার

সীমান্ত দিয়ে আসা অস্ত্র দেশের নিরাপত্তার জন্য হুমকি: বিজিবির রাজশাহী সেক্টর কমান্ডার