হোম > সারা দেশ > রাজশাহী

হত্যা মামলায় রাজশাহীতে ৯ জনের যাবজ্জীবন

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

হত্যা মামলায় রাজশাহীতে নয়জনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। আজ বৃহস্পতিবার রাজশাহীর দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক মো. মহিদুজ্জামান এ রায় দেন। এ ছাড়া অপরাধ প্রমাণিত না হওয়ায় আদালত ১৭ জনকে বেকসুর খালাস দিয়েছেন। 

দ্রুত বিচার ট্রাইব্যুনাল আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী এন্তাজুল হক বাবু এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। 

সাজাপ্রাপ্ত আসামিরা হলেন-রাজশাহীর চারঘাট উপজেলার নিমপাড়া ইউনিয়নের জোতকার্তিক আদর্শ গ্রামের বাসিন্দা জিয়ারুল ইসলাম, মো. রনি, শাহজাহান আলী সাজু, মিলন আলী, সেকেন্দার আলী, হায়দার আলী, ইমরান আলী, আশরাফ আলী ও ফারুক হোসেন। 

আইনজীবী এন্তাজুল হক বাবু বলেন, সাজাপ্রাপ্তরা জোতকার্তিক আদর্শ গ্রামের খোকন আলী (৩৫) হত্যা মামলার আসামি। ২০২২ সালের ৮ এপ্রিল মসজিদ কমিটি নিয়ে বিরোধের জেরে খোকনকে কুপিয়ে হত্যা করা হয়। হত্যাকাণ্ডের পর দিন নিহতের স্ত্রী রুপা বেগম বাদী হয়ে ৩৮ জনের নাম উল্লেখ করে চারঘাট থানায় মামলা করেন। 

তিনি বলেন, তদন্ত শেষে পুলিশ ২৭ জনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দেয়। এর মধ্যে বিচার চলাকালে ইমাজ উদ্দিন নামে এক আসামির মৃত্যু হয়। পরে মোট ২৭ জনের সাক্ষ্যগ্রহণ করেন আদালত। 

এরপর রায় ঘোষণা করা হলো। রায় ঘোষণাকালে আসামিরা উপস্থিত ছিলেন। পরে তাদের কারাগারে পাঠানো হয়েছে বলে জানান এ আইনজীবী।

এনসিপির রাজশাহী জেলা ও মহানগর কমিটির দ্বন্দ্বের জেরে দুই কমিটিই স্থগিত

নাটোরে আদালত প্রাঙ্গণে দুপক্ষের সংঘর্ষ, আটক ৩

রাকসু জিএস আম্মারের ‘মানসিক চিকিৎসা’র দাবিতে ছাত্রদলের মানববন্ধন

আচরণবিধি লঙ্ঘন: জামায়াতের নায়েবে আমিরকে শোকজ

তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে টানানো ব্যানার সরিয়ে আম্মারের ভিডিও পোস্ট

দেশকে পাল্টে দিতে গণভোটে ‘হ্যাঁ’ দিতে হবে: স্বাস্থ্য উপদেষ্টা

নির্বাচনে নিরাপত্তা নিশ্চিত করতে ১ লাখ পুলিশকে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

রাবিতে ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা শুরু, আসনপ্রতি লড়ছেন ৫৯ পরীক্ষার্থী

ভর্তি পরীক্ষায় বসে বাবাকে প্রশ্নপত্রের ছবি পাঠাতে গিয়ে ধরা

রাবিতে ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত