হোম > সারা দেশ > রাজশাহী

স্কুলছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

প্রেমের সম্পর্ক গড়ে তুলে স্কুলছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের মামলার প্রধান আসামিকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে র‍্যাব। গ্রেপ্তারের পর তাঁকে নাটোর সদর থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলেও জানানো হয়েছে।

গতকাল শনিবার দিবাগত রাত ১টার দিকে রাজশাহী মহানগরীর কাশিয়াডাঙ্গা থানার কাঁঠালবাড়িয়া এলাকা থেকে তামিমকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তার যুবকের নাম মো. তামিম (১৯)। তিনি নাটোর সদর উপজেলার চাঁনপুর পাবনাপাড়া গ্রামের বাসিন্দা। এর আগে ওই মামলায় পীরগঞ্জ মাটিয়াপাড়া গ্রামের আব্দুল মজিদ (২৬), চাঁনপুর পাবনাপাড়া গ্রামের সিরাজুল ইসলামকে (৩০) গ্রেপ্তার করেছে পুলিশ।

এসব তথ্য নিশ্চিত করেছেন র‍্যাব-৫-এর কোম্পানি অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মো. ফরহাদ হোসেন।

র‍্যাব কর্মকর্তা ফরহাদ হোসেন বলেন, ‘এক বছর আগে আসামি তামিমের সঙ্গে অষ্টম শ্রেণির এক স্কুলছাত্রীর মোবাইল ফোনে পরিচয় হয়। এরপর তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। গত ৭ ফেব্রুয়ারি দুপুর ১২টার দিকে ওই স্কুলছাত্রীকে বিয়ের প্রলোভন দেখিয়ে কৌশলে চাঁনপুর গ্রামে নিয়ে যান তামিম।’

ফরহাদ হোসেন আরও বলেন, ‘এরপর আব্দুল মজিদ ও সিরাজুল ইসলামসহ অজ্ঞাত আরও দুজনের সহযোগিতায় ওই স্কুলছাত্রীকে রাত ৯টার দিকে একটি বিলের ভেতরে কলাবাগানে নিয়ে যান। পরে সেখানে ভোর ৫টা পর্যন্ত ভয়ভীতি দেখিয়ে একাধিকবার ধর্ষণ করেন তামিম। পরে তামিম মেয়েটিকে আব্দুল মজিদের কাছে হস্তান্তর করেন। মজিদ মেয়েটিকে একটি বাড়িতে নিয়ে গিয়ে একাধিকবার ধর্ষণ করেন।’

র‍্যাবের অধিনায়ক ফরহাদ হোসেন বলেন, ‘পরে ওই স্কুলছাত্রীকে রাজশাহীগামী বাসে উঠিয়ে দেওয়ার জন্য বনবেলঘড়িয়া বাইপাস মোড়ে নিয়ে যাওয়া হয়। সেখানে স্থানীয় লোকজন স্কুলছাত্রীর অস্বাভাবিক অবস্থা লক্ষ করে তাঁর সঙ্গে কথা বলেন। এ সময় তারা ধর্ষণের বিষয়টি জানতে পেরে পুলিশে খবর দেন। পরে পুলিশ তাকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। পরে স্কুলছাত্রীর বাবা থানায় এসে পাঁচজনের বিরুদ্ধে মামলা করেন।’

আচরণবিধি লঙ্ঘন: রাজশাহী-১ আসনের বিএনপির প্রার্থীকে আদালতে তলব

রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের তিন কর্মকর্তাকে চাকরিচ্যুত

গণভোটের ব্যালটের টিক চিহ্ন মানেই ঠিক: আলী রীয়াজ

ট্রায়াল দেওয়ার নামে গাড়ি নিয়ে লাপাত্তা যুবদল নেতাকে বহিষ্কার

ব্রেনের চিকিৎসা করতেন এইচএসসি পাস নুরুল, ৬ মাসের জেল

দুই সহযোগীসহ ‘চাঁদাবাজ’ চান সওদাগর আটক, দেশীয় অস্ত্র উদ্ধার

লবণের কার্গো ট্রাকে মিলল ১২৬ কেজি গাঁজা

জামায়াতে ইসলামীতে কেউ স্বাধীনতাবিরোধী নয়: মেজর আখতারুজ্জামান

দেশে ১৭ লাখ ৮০ হাজার শিশু শ্রমে নিযুক্ত: সচিব

রাজশাহীতে হেরোইনসহ দম্পতি গ্রেপ্তার